শেরপুরে মা-শিশু নির্দেশিকা বাস্তবায়নে কর্মশালা | Daily Chandni Bazar শেরপুরে মা-শিশু নির্দেশিকা বাস্তবায়নে কর্মশালা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৫ ০০:০৩
শেরপুরে মা-শিশু নির্দেশিকা বাস্তবায়নে কর্মশালা
বিশেষ সংবাদদাতা, শেরপুর, বগুড়াঃ

শেরপুরে মা-শিশু নির্দেশিকা বাস্তবায়নে কর্মশালা

বগুড়ার শেরপুর উপজেলায় “সাপোর্টিং ইমপ্লিমেন্টেশন অফ দ্যা মাদার অ্যান্ড চাইল্ড বেনেফিট প্রোগ্রাম (SIMCBP)” প্রকল্পের আওতায় মা ও শিশু সহায়তা কর্মসূচির ‘বাস্তবায়ন নির্দেশিকা–২০২৪’ নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর, বগুড়ার উপপরিচালক (অঃ দাঃ) তাঞ্জিমা আখতার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান রেজা, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশিদ, অগ্রণী ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক শামসুল আলম, আবাসিক মেডিকেল অফিসার ডা. তাওহীদ ও উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা আব্দুল্লাহ কাফি। এ ছাড়া পৌরসভা কমিটির সদস্য এবং মা–শিশু সহায়তা কর্মসূচির উপকারভোগী নারীরাও অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা মা ও শিশুর স্বাস্থ্যসেবা, পুষ্টি উন্নয়ন, ভাতা বিতরণ পদ্ধতি, উপকারভোগী নির্বাচন, সেবায় ভোগান্তি কমানোসহ কর্মসূচির কার্যকর বাস্তবায়ন কৌশল নিয়ে বিস্তৃত আলোচনা করেন। পাশাপাশি ‘বাস্তবায়ন নির্দেশিকা–২০২৪’ সম্পর্কে ধাপে ধাপে প্রশিক্ষণ প্রদান করা হয়।