বগুড়ায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন জেলা কমিটির 'কর্মচারী সমাবেশ' অনুষ্ঠিত | Daily Chandni Bazar বগুড়ায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন জেলা কমিটির 'কর্মচারী সমাবেশ' অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫ ০০:১০
বগুড়ায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন জেলা কমিটির 'কর্মচারী সমাবেশ' অনুষ্ঠিত
‎আল- মামুন, বগুড়াঃ

বগুড়ায় সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন  জেলা কমিটির 'কর্মচারী সমাবেশ' অনুষ্ঠিত

‎সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশন বগুড়া জেলা কমিটির উদ্যোগে ‘কর্মচারী সমাবেশ-২০২৫' অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (১৯ নভেম্বর) বিকেলে জেলা পরিষদের অডিটোরিয়ামে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

‎সমাবেশে সভাপতিত্ব করেন এমপ্লয়ীজ এসোসিয়েশনের বগুড়া জেলা কমিটির সভাপতি নজরুল ইসলাম নান্নু। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।

‎এমপ্লয়ীজ এসোসিয়েশনের উপদেষ্টা মুশফিকুর রহমান শাহিনের সঞ্চালনায় সম্মানিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বগুড়া পৌরসভার সাবেক মেয়র একেএম মাহবুবুর রহমান।

‎সমাবেশের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম বাদশা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন।

‎বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল ওয়াদুদ, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল এবং এমপ্লয়ীজ এসোসিয়েশনের বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক মাহবুব হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

‎সমাবেশে বক্তারা কর্মচারীদের সুশাসন, অধিকার, কল্যাণ ও ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।