সলঙ্গায় ব্যবসায়ী হত্যা: প্রেম ও অর্থই কাল, নারীসহ গ্রেপ্তার ৪ | Daily Chandni Bazar সলঙ্গায় ব্যবসায়ী হত্যা: প্রেম ও অর্থই কাল, নারীসহ গ্রেপ্তার ৪ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫ ০০:২৫
সলঙ্গায় ব্যবসায়ী হত্যা: প্রেম ও অর্থই কাল, নারীসহ গ্রেপ্তার ৪
সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা:

সলঙ্গায় ব্যবসায়ী হত্যা: প্রেম ও অর্থই কাল, নারীসহ গ্রেপ্তার ৪

সিরাজগঞ্জের সলঙ্গায় নিখোঁজ গরু ব্যবসায়ী আব্দুল লতিফ শেখ (খতিব) হত্যার রহস্য উন্মোচন করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রেম ও আর্থিক লেনদেনের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় নিহতের এক নারী আত্মীয়সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

গত ০৯ নভেম্বর নিখোঁজ হওয়ার তিন দিন পর ১২ নভেম্বর সলঙ্গার ফুলজোর নদী থেকে আব্দুল লতিফের ইট-বাঁধা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তে নেমে ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ১৭ নভেম্বর চারজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ মাসুদ রানা (৩৮), মোঃ ফরিদুল ইসলাম (৪২), মোছাঃ শাহিনুর খাতুন (৪০) এবং মোঃ রফিকুল ইসলাম (৪০)।

পুলিশ জানায়, আসামিরা পূর্বপরিকল্পনা অনুযায়ী নিহতের চাচাতো ভাইয়ের স্ত্রী শাহিনুর খাতুনের মাধ্যমে আব্দুল লতিফকে নদীর ঘাটে ডেকে নেয়। সেখানে তাকে ঘুমের ঔষধ মেশানো পানীয় খাইয়ে অচেতন করা হয়। এরপর গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ ইট বেঁধে নদীতে ফেলে দেওয়া হয়।

গ্রেপ্তারকৃত চারজনই আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন।