বগুড়ায় ধানের শীষে ভোট চেয়ে জেলা যুবদলের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar বগুড়ায় ধানের শীষে ভোট চেয়ে জেলা যুবদলের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫ ১৮:২৬
বগুড়ায় ধানের শীষে ভোট চেয়ে জেলা যুবদলের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় ধানের শীষে ভোট চেয়ে জেলা 
যুবদলের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বগুড়া-৬ সদর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনীত প্রার্থী তারেক রহমানের পক্ষে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ, প্রচার মিছিল ও পথসভা করেছে জেলা যুবদল। বৃহস্পতিবার বিকেলে শহরের ডালপট্টি-নামাজগড় এলাকায় শত শত নেতাকর্মীর প্রাণবন্ত অংশগ্রহণে এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। হাতে জাতীয় পতাকা ও ধানের শীষ নিয়ে সদর আসনে বিপুল ভোটে তারেক রহমানকে জয়ী করার লক্ষ্যে নেতাকর্মীরা ধানের শীষের স্লোগানে মুখরিত করে তোলে পুরো এলাকা। জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসানের নেতৃত্বে অনুষ্ঠিত এই প্রচারণা মিছিল থেকে সাধারণ মানুষের কাছে ভোট চেয়ে প্রচারণা লিফলেটও বিতরণ করা হয়। পরে ডালপট্টি তিনমাথা মোড়ে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম। এ সময় তিনি বলেন, বিএনপি সরকারের সময় তারেক রহমানের নেতৃত্বে এই বগুড়ায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। দ্বিতীয় বাইপাস সড়ক, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, দত্তবাড়ির অ্যাজমা কেয়ার ও শিশু হাসপাতাল থেকে শুরু করে পুরো বগুড়ায় দৃশ্যমান যে অবকাঠামোগত উন্নয়ন আজ চোখে পড়ে তার সবকিছুই তারেক রহমানের নেতৃত্বেই বাস্তবায়িত হয়েছে। তারা যখন সাধারণ মানুষের কাছে ভোট চাইতে যাচ্ছেন তখন সকলের ইতিবাচক সাড়া পাওয়ার পাশাপাশি উল্টো তারা নিজেরাই আন্তরিকভাবে ভোট ক্যাম্পেইনে অংশগ্রহণ করছে যাতে তারা বিশ্বাস করেন সদর আসনে তদের অভিভাবক তারেক রহমান বিপুল ভোটে জয়লাভ করবেন। পথসভায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, বগুড়া সদরে ধানের শীষ প্রতীকে তারেক রহমান এবং বগুড়া ৭ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা পরপরই এমনিতেই পুরো বগুড়ায় গণজোয়ার উঠে গেছে। পরম করুণাময় আল্লাহ চাইলে এই দুটি আসনে মা ও সন্তানের রেকর্ড ভোটে জয়লাভ হবে। হাসান বলেন, বগুড়ার মাটি বরাবরই বিএনপির ঘাঁটি। এখানে সাধারণ মানুষ জানে বগুড়ার উন্নয়ন একমাত্র বিএনপি'র হাত ধরেই সম্ভব। তাই ধানের শীষের পক্ষে তিনি তরুন প্রজন্মকে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার এই অগ্রযাত্রার সম্মুখভাগে নেতৃত্বে থাকার আহ্বান জানান। গণসংযোগ কর্মসূচিতে এসময় আরও উপস্থিত ছিলেন শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি ও সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোর্কি, জেলা যুবদলের সহ-সভাপতি যথাক্রমে ফেরদৌস আজম সুমন, আলী রেজা রুনু, সবুজ দেওয়ান ও তাজমিলুর ইসলাম বিচিত্র, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল হক, রাশেদুল কবীর, বাবুল প্রধান, সহ-সাধারণ সম্পাদক শফিউল আলম সাফিন, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সুজন, সহ-সাংগঠনিক সম্পাদক মহরম হোসেন টফিন, সহ-শ্রম বিষয়ক সম্পাদক সোহাগ মাহমুদ, শহর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাঈদ মন্ডল, কার্যনির্বাহী সদস্য সুজিত জয়সোয়াল, ৫ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আইনুল শেখ, সাধারণ সম্পাদক মোজাম হোসেন, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি বাইতুল্লাহ শেখ, সাধারণ সম্পাদক শাহ আলম প্রমুখ।