নন্দীগ্রামে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের পরিচিতি সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar নন্দীগ্রামে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের পরিচিতি সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫ ২৩:০৫
নন্দীগ্রামে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের পরিচিতি সভা অনুষ্ঠিত
উপজেলা সংবাদদাতা, নন্দীগ্রাম, বগুড়াঃ

নন্দীগ্রামে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

বগুড়ার নন্দীগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। (২১ নভেম্বর) শুক্রবার বিকেলে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, নন্দীগ্রাম উপজেলা প্রজন্ম দলের আহ্বায়ক সাদেকুল ইসলাম সাদিকের সভাপতিত্বে ও সদস্য সচিব জেড আই জহুরুল ইসলাম ওমর ফারুকের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপির সর্বশেষ সম্মেলনে সাংগঠনিক সম্পাদক প্রতিদ্বন্দ্বিতাকারী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ আব্দুল আজিজ হীরা। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ  শাহনেওয়াজ নয়ন, জেলা প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক এডভোকেট আকিল আহমেদ মুমিন, শিক্ষা বিষয়ক সম্পাদক শ্রী গৌরাঙ্গ মোহন বসাক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক, রেজাউল সরকার রেজা, বগুড়া শহর শাখার আহ্বায়ক মোঃ জনি শেখ। এছাড়াও বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া সদর উপজেলা শাখার যুগ্ম আহ্ববায়ক এমন আর চৌধুরী রাখু, যুগ্ম-আব্বায়ক মোঃ আহাত আলী খোকন, মোফাসসিরুল হক নিরব,, মিজানুর রহমান বাবু, আব্দুল মান্নান, মন্তেজার রহমান রিপুর, আব্দুল হাকিম, রাসেল রহমান, জামাল উদ্দিন, রানা খাঁ। নন্দীগ্রাম উপজেলা নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম আহব্বায়ক নুরুল ইসলাম, জয়নাল আবেদীন, আতাউর রহমান ও সদস্য আব্দুল মমিন, জিয়ারুল ইসলাম, হযরত আলী, নারায়ণ চন্দ্র, মিলন, বুলু মিয়া, শাজাহান আলি, খলিলুর রহমান প্রমুখ। পরে সাদেকুল ইসলাম সাদিক কে আহবায়ক,
নুরুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক ও জেড আই জহুরুল ইসলাম ওমর ফারুক কে সদস্য সচিব করে ১৫সদস্য বিশিষ্ট বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।