রাজশাহীতে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে সরদহ সরকারি কলেজ চ্যাম্পিয়ন | Daily Chandni Bazar রাজশাহীতে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে সরদহ সরকারি কলেজ চ্যাম্পিয়ন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫ ২৩:৪২
রাজশাহীতে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে সরদহ সরকারি কলেজ চ্যাম্পিয়ন
মোঃ ফয়সাল আলম, রাজশাহী

রাজশাহীতে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে সরদহ সরকারি কলেজ চ্যাম্পিয়ন

রাজশাহীতে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সরদহ সরকারি ডিগ্রি কলেজ।

বৃহস্প্রতিবার (২০ নভেম্বর) মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সরদহ সরকারি ডিগ্রি কলেজ ১-০ গোলে নওহাটা সরকারি ডিগ্রী কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। বিজয়ী দলের পক্ষে সিহাব জয়সুচক গোলটি করেন।

জেলা ক্রীড়া অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাঃ সবুর আলী।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, খেলার রীতিনিতি মেনে খেলাধুলায় অংশগ্রহণ ও নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করলে খেলায় উন্নতি লাভ করা যাবে। এছাড়াও মাদক থেকে বিরত থাকতে হবে তাহলে শরীর ও মন সুস্থ থাকবে।

এ সময় পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ, চারঘাট উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌস, শারীরিক শিক্ষা কলেজের সাবেক অধ্যক্ষ খাদেমুল ইসলাম, ক্রীড়া পরিদপ্তরের সাবেক উপ-পরিচালক মোঃ আখতারুজ্জামান রেজা তালুকদার ও রাজশাহী বিশ্ববিদালয়ের ক্রীড়া বিভাগের সাবেক উপ-পরিচালক কেএম মোসাদ্দেকুল কুদ্দুস সিদ্দিকি সেলিমসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।