আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাটে বিএনপির নির্বাচনী সভা | Daily Chandni Bazar আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাটে বিএনপির নির্বাচনী সভা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৫ ২৩:৫৭
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাটে বিএনপির নির্বাচনী সভা
নিজস্ব প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জয়পুরহাটে বিএনপির নির্বাচনী সভা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাট-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধানকে নিয়ে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার আগে শহরের তাজুর মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ওয়ার্ড বিএনপির সভাপতি মোখলেসুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক এম. এ. ওয়াহাব, পৌর বিএনপির সভাপতি আমিনুল রহমান বকুল, সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জ্বল প্রধান, জেলা কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা মহিলা দলের সভাপতি পারভিন বানু রুলি, সাধারণ সম্পাদক জাহেদা কামাল, জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশিদ প্রধানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।