বগুড়ায় আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেডের আয়োজিত “আফতাব রিজিওনাল মিট” সফলভাবে সম্পন্ন হয়েছে। (২৩ নভেম্বর) শনিবার দুপুরে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উত্তরাঞ্চলের নির্বাচিত ডিলার, পরিবেশক ও খামারিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান উদ্বোধন করেন কোম্পানির সিএফও মোহাম্মদ মাহমুদ হাসান, সিএফএ। তিনি জোর দিয়ে বলেন, “খামারি-পরিবেশকদের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও জোরদার করাই আমাদের মূল লক্ষ্য। এর মাধ্যমে মাঠপর্যায়ে দ্রুততম সময়ে কার্যকর সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।” তিনি আরও পুনর্ব্যক্ত করেন যে, আফতাব ফিড সবসময় এন্টিবায়োটিক ও হরমোনমুক্ত, নিরাপদ ও মানসম্পন্ন পোলট্রি-ডেইরি-ফিশ ফিড উৎপাদনে অঙ্গীকারবদ্ধ।
স্বাগত বক্তব্যে আরএসএম আব্দুস শাকুর বলেন, “আধুনিক পুষ্টিবিজ্ঞানের জ্ঞানের সাথে খামারিদের বাস্তব অভিজ্ঞতা মিললে উৎপাদন অনেক বাড়বে এবং জাতীয় অর্থনীতিও শক্তিশালী হবে।”
কারিগরি সেশনে কৃষিবিদ মো. মেহেবুবুল ইসলাম, নিউট্রিশনিস্ট আবু সাইদ আকাশ, জাতীয় বিক্রয় সমন্বয়ক লিটন হোসেনসহ রাজশাহী সেলস টিম খামারিদের নানা সমস্যার সমাধান, ফিডের গুণগত মান, উৎপাদন বৃদ্ধির বৈজ্ঞানিক কৌশল এবং বাজার ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
অংশগ্রহণকারী খামারি ও পরিবেশকরা এই উদ্যোগকে উষ্ণ অভিনন্দন জানান এবং বলেন, মাঠপর্যায়ে এমন সরাসরি মতবিনিময় তাদের দক্ষতা ও উৎসাহ দুটোই বাড়ায়। একই সঙ্গে স্থানীয় অর্থনীতি চাঙা এবং নিরাপদ প্রাণিসম্পদ উৎপাদনে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আফতাব ফিডের এই রিজিওনাল মিট সিরিজ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান থাকবে বলে জানা গেছে।