শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, আহত আরও একজন | Daily Chandni Bazar শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, আহত আরও একজন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫ ২৩:০৩
শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, আহত আরও একজন
নিজস্ব প্রতিবেদক

শেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত, আহত আরও একজন

সাহাবুল হাসান ও মেহেদী হাসান। ছবি- সংগৃহীত

বগুড়ার শেরপুর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের শাটারে ধাক্কা লাগায় দু’জন নিহতআরও একজন আহত হয়েছেন। রোববার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহত

নিহতরা হলেন—

মেহেদী হাসান (২০), বাড়ি: রামেশ্বরপুর গ্রাম, গাড়িদহ ইউনিয়ন

সাহাবুল হাসান (২০), বাড়ি: গোঁসাইপাড়া মহল্লা, শেরপুর পৌর শহর

আহত হয়েছেন—

উৎসব চক্রবর্তী (২০), একই এলাকার বাসিন্দা

দুর্ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন বন্ধু একসঙ্গে মোটরসাইকেলে করে রামেশ্বরপুরের দিকে যাচ্ছিলেন। পথেই মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারালে এটি রাস্তার পাশের একটি দোকানের শাটারে গিয়ে ধাক্কা খায়। এতে তিনজনই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

শেরপুর থানার এসআই আমিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় মেহেদী ও সাহাবুল গুরুতর আহত হন। হাসপাতালে নেয়ার কিছুক্ষণ পর চিকিৎসাধীন অবস্থায় দুজনই মারা যান। আহত উৎসব চক্রবর্তী প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। মোটরসাইকেলের চালক ছিলেন সাহাবুল হাসান।

আহতের বর্ণনা

আহত উৎসব বলেন, “গতকাল রাতে মেহেদীকে বাড়ি পৌঁছে দিতে বের হয়েছিলাম। মোটরসাইকেলের গতি বেশি থাকায় চালক নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনা ঘটে।” তিনজনই সম্প্রতি এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন।

আইনগত প্রক্রিয়া চলছে

বগুড়া সদর থানার ছিলিমপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (তদন্ত) লাল মিয়া জানান, রাত ১০টার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা দুজন মারা যান।
শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।