রংপুরে নেসকোর জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছে রংপুর মহানগর নাগরিক কমিটি। রোববার (২৩ নভেম্বর) বিকেল তিনটায় জেলা প্রশাসকের হাতে এ বিষয়ে একটি স্মারকলিপি তুলে দেন সংগঠনের আহবায়ক অধ্যাপক মোজাহার আলী ও সদস্য সচিব পলাশ কান্তি নাগ সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ। স্মারকলিপিতে অভিযোগ করা হয়, গ্রাহকদের আপত্তি উপেক্ষা করে এবং পূর্বের প্রশাসনিক নির্দেশনা অমান্য করে নেসকো বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে জবর দস্তিমূলক ভাবে প্রিপেইড মিটার স্থাপন করছে। গুরুত্বপূর্ণ এই সিদ্ধান্তের আগে জনমত গ্রহণ বা গণশুনানি আয়োজন করা হয়নি বলেও উল্লেখ করা হয়। নাগরিক কমিটির মতে, প্রিপেইড মিটার পদ্ধতিতে গ্রাহকদের অতিরিক্ত খরচ, সার্ভার ডাউন হলে বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকা, কৃষকদের মৌসুমভিত্তিক বিল পরিশোধের সুযোগ সংকুচিত হওয়াসহ নানা ভোগান্তির শিকার হতে হবে। তারা আরও দাবি করেন, হাইকোর্টে রিট চলমান থাকা সত্ত্বেও তড়িঘড়ি করে এ কার্যক্রম এগিয়ে নেওয়া প্রশ্নবিদ্ধ। বিগত সরকারের সময় প্রিপেইড মিটার বাণিজ্যে অনিয়মুদুর্নীতি ও প্রভাবশালী চক্রের নিয়ন্ত্রণের বিষয়টিও স্মারকলিপিতে তুলে ধরা হয়। পাশাপাশি বিদ্যুৎ খাতে দাম বৃদ্ধি, অপচয় ও জনগণের ওপর আর্থিক চাপ বৃদ্ধির সমালোচনা করা হয়। নাগরিক কমিটি জেলা প্রশাসকের প্রতি আশা প্রকাশ করে জানায়, জনস্বার্থ বিবেচনায় জোরপূর্বক প্রিপেইড মিটার স্থাপন বন্ধে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে এবং বিদ্যুৎ সেবাকে প্রকৃত অর্থে সেবামুখী খাতে পরিণত করবে।