‘ইবাদত একমাত্র আল্লাহর জন্যই করতে হবে। লোক দেখানো ইবাদত আল্লাহ পছন্দ করেন না, বরং নাখোশ হন। বাংলাদেশের আনাচে–কানাচে এখনো কিছু কু-সংস্কার চলছে, যেগুলোকে শরিয়তের অংশ মনে করে অনেক মুসলমান পালন করেন। সওয়াবের আশায় এসব কু-সংস্কার পালন করে তারা উল্টো গুনাহগার হয়ে যাচ্ছেন। আমাদের শিরকমুক্ত আমল করতে হবে, কুরআন বুঝে পালন করতে হবে এবং রসুল (সা.) যেভাবে ইবাদত করেছেন সেভাবেই ইবাদত করতে হবে।’
রোববার রাতে গাইবান্ধার সাঘাটা উপজেলার বটতলা বাজার জামে মসজিদের উদ্যোগে আয়োজিত ওয়াজ মাহফিলে বর্তমান সময়ের আলোচিত ইসলামী আলোচক ড. ইমামউদ্দিন বিন আব্দুল বাছির এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘ইসলামের বিধিবিধান স্পষ্ট। সকল সমস্যার সমাধান কুরআনে রয়েছে। রসুল (সা.) তার জীবনে কুরআনের প্রতিটি নির্দেশ বাস্তবায়ন করে দেখিয়েছেন। ইসলাম পালনের মধ্যেই কল্যাণ নিহিত। কিন্তু বর্তমানে সমাজে অশ্লীলতা ও বেহায়াপনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। অভিভাবকদের সচেতন হতে হবে। সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করতে পারলেই সমাজকে কুলষমুক্ত করা সম্ভব।’
ঐতিহাসিক এই ওয়াজ মাহফিলের সভাপতিত্ব করেন মহিমাগঞ্জ আলিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক (অব.) মাওলানা আব্দুল হাই সালাফি।
প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি ও গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনের সংসদ সদস্য প্রার্থী ফারুক আলম সরকার। তিনি বলেন, ‘আমি সারাজীবন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। আগামী নির্বাচনে আল্লাহ চাইলে নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবো। ইসলামের খেদমতেও কাজ করতে চাই।’
মাহফিলের সহসভাপতি ও সঞ্চালক ছিলেন ফুলছড়ি সিনিয়র আলিম মাদ্রাসার ভাইস-প্রিন্সিপাল মাওলানা আব্দুল মোমেন খন্দকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
দৈনিক মানবজমিনের ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রতীক ওমর,
ঘুড়িদহ ইউপি সদস্য জাকির হোসেন,
ঠিকাদার মামুন মণ্ডল,
হিমেল মণ্ডলসহ অন্যরা।
মাহফিল কমিটির সদস্য হাবিবুর রহমান, বেলাল হোসেন, রেজাউল করিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।