মধুমাঝিড়া কমিউনিটি ক্লিনিকে চুরি | Daily Chandni Bazar মধুমাঝিড়া কমিউনিটি ক্লিনিকে চুরি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫ ২৩:৩৯
মধুমাঝিড়া কমিউনিটি ক্লিনিকে চুরি
বগুড়া সংবাদদাতা

 মধুমাঝিড়া কমিউনিটি ক্লিনিকে চুরি

 ২৩ নভেম্বর ২০২৫ রবিবার দিবাগত রাতে বগুড়া সদর উপজেলার লাহিড়ীপাড়া ইউনিয়নের মধুমাঝিড়া কমিউনিটি ক্লিনিকে তালা ভেঙ্গে কেবাকারা ভিতরে ঢুকে ঔষধ,নগদ টাকা, রাউটার,অনুসহ অন্যান্য জিনিস পত্র নিয়ে যায় ও খাতা পত্র তছ নছ করে রেখে যায়। সরেজমিনে গিয়ে ক্লিনিকের সি এইচ সি পি সোহেল রানা জানান প্রতি দিনের মত রবিবার বিকালে অফিস বন্ধ করে বাড়িতে যাই। সোমবার সকাল ৭ টায় মোবাইল ফোনে খবর পাই , ক্লিনিকে চুরি হয়েছে। সঙ্গে সঙ্গে ক্লিনিকে এসে দেখি রাতে তালা ভেঙ্গে কেবাকারা, ঔষধ, নগদ টাকা, রাউটার অনুসহ অন্যান্য জিনিস নিয়ে গেছে ও কাগজপত্র তছনছ করেছে। খবর পেয়ে লাহিড়ীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আবু নাসের ইঞ্জিনিয়ার আপেল মাহমুদ ও বগুড়া সদর থানার এসআই সহীদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থল পরিদর্শন করেন। ইতি পূর্বে ক্লিনিকের সাবমারসিবল ,টিউবয়েল , ক্লিনিক সংলগ্ন ঈদগাহ মাঠের দান বাক্সের টাকা চুরি হয় । এলাকাবাসী দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট দাবী জানান।