উন্নত রাষ্ট্র গঠনে তারেক রহমানের ধানের শীষে ভোট দিন-ভিপি সাইফুল | Daily Chandni Bazar উন্নত রাষ্ট্র গঠনে তারেক রহমানের ধানের শীষে ভোট দিন-ভিপি সাইফুল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৫ ২৩:৫২
উন্নত রাষ্ট্র গঠনে তারেক রহমানের ধানের শীষে ভোট দিন-ভিপি সাইফুল
নিজস্ব প্রতিবেদক

উন্নত রাষ্ট্র গঠনে তারেক রহমানের ধানের শীষে ভোট দিন-ভিপি সাইফুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সদর আসেন ধানের ভোট চেয়ে গণসংযোগ, পথসভায় ও লিফলেট বিতরণ করা হয়েছে। ২৩ নভেম্বর রবিবার বিকালে বগুড়া পৌরসভার ১৮নং ওয়ার্ডের, ফুলবাড়ি উত্তর ও মধ্য পাড়া এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে মিছিল, গণসংযোগ, লিফলেট বিতরণ পথসভা করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। বগুড়া জেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি নূর মোহাম্মদ রাঙ্গা. পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম। তিনি বলেন, বগুড়ায় যেসকল উন্নয়ন দৃশ্যমান দেখতে পাচ্ছেন এগুলো কাজ তারেক রহমানের নেতৃত্বে হয়েছে। উন্নত রাষ্ট্র গঠনে তারেক রহমানের ধানের শীষে ভোট দিন। বগুড়া সদরের মানুষ তারেক রহমানকে ভোট দিতে অধির আগ্রাহে আছেন। উন্নত রাষ্ট্র গঠনে বিএনপি ৩১দফা বাস্তবায়ন করবে। ৩১ দফায় সাধারণ মানুষ, চাকুরীজীবী, শ্রমিকসহ সকলের কথা আছে এটি বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারবদ্ধ। এখন একটি দল ধর্মের দোহাই দিয়ে সাধারণ মানুষকে বোকা বানাতে চায় ভোট নেওয়ার জন্য। আপনারা বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপি জেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক সাবেক কাউন্সিলর শাহ মো: মেহেদী হাসান হিমু, জেলা বিএনপির তাঁতী সম্পাদক সাবেক কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক, আব্দুল গফুর দারা, হাসানুজ্জামান পলাশ, সুলতান আহমেদ, সোহেল ১৮ নং নম্বর ওয়ার্ড সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকার,সাবেক  কাউন্সিলর মুক্তি আক্তার,আওয়াল, শিপলু,সুমন, ফুয়াদ, তাজুল, হাসান, শহিদুল, মুন্না, মুকুল মিয়া, আলাল, শহীদ, বেলাল মন্ডল, সাকা, আলমগীর, জলিল, পুটু, শাহিন, আতা,সঞ্জয়,সরকার, মোঃ আশরাফুল, বাপ্পা, রাসেল, সিজু, প্রীতম,শিহাব, রাফসান, ইসলাম, শাকিল,  নিয়ন, জুয়েল, ছাত্র নেতা শোভন, তূর্য, সাব্বির, পাভেল, মাহিন, জুয়েল, সামিউল,ঝন্টু,নাহিদ ও আরিফিন খালিদ। সহ প্রমুখ নেতৃবৃন্দ