মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন: চার ঘণ্টা পরও নিয়ন্ত্রণে নয়, ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট কাজ করছে | Daily Chandni Bazar মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন: চার ঘণ্টা পরও নিয়ন্ত্রণে নয়, ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট কাজ করছে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫ ২২:০৬
মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন: চার ঘণ্টা পরও নিয়ন্ত্রণে নয়, ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট কাজ করছে
নিজস্ব প্রতিবেদক

মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন: চার ঘণ্টা পরও নিয়ন্ত্রণে নয়, ফায়ার সার্ভিসের ১৭ ইউনিট কাজ করছে

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে এই আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রায় চার ঘণ্টা পার হলেও আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে আগুন লাগার প্রাথমিক কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের খবর এখনো জানা যায়নি।

ঘটনাস্থলে আতঙ্ক ও বিশৃঙ্খলা

সরজমিনে দেখা যায়, বস্তির মহাখালী অংশ থেকে বনানী অংশের দিকে আগুন ছড়িয়ে পড়ছে।
ফায়ার সার্ভিস সদস্যরা একদিকে আগুন নেভাতে নেভাতে সামনের দিকে অগ্রসর হচ্ছেন, অন্যদিকে বাতাস ও ঘরগুলোর জটিল কাঠামোর কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

এই মুহূর্তে বস্তির বনানী অংশে আগুনের তীব্রতা আরও বেড়ে গেছে।

বাসিন্দাদের ক্ষোভ ও অভিযোগ

আগুনে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীরা অভিযোগ করে বলেন—
“আগুন নেভাতে আমরা হেলিকপ্টার চাইছি, কিন্তু পাঠানো হচ্ছে না। গরিব বলে কি আমাদের অবহেলা করা হচ্ছে? আন্দোলনের সময় হেলিকপ্টার দেওয়া হয়, এখন কেন দেওয়া হচ্ছে না?”

তাদের দাবি, ঘর-দুকান রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি হলেও তা হচ্ছে না।

আগেও একাধিকবার আগুন লেগেছে কড়াইলে

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা নতুন নয়। এর আগে—

২২ ফেব্রুয়ারি, আগুনে পুড়ে যায় ৬১টি ঘর; ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

তারও দুই মাস আগে, ২০২৪ সালের ১৮ ডিসেম্বর একই বস্তিতে বড় ধরনের আগুন লাগে।

একই এলাকায় বারবার আগুন লাগায় বস্তিবাসীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভ বাড়ছে।