আদমদীঘিতে ৪ কেজি গাঁজা উদ্ধার | Daily Chandni Bazar আদমদীঘিতে ৪ কেজি গাঁজা উদ্ধার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫ ২৩:৪১
আদমদীঘিতে ৪ কেজি গাঁজা উদ্ধার
উপজেলা সংবাদদাতা, আদমদীঘি, বগুড়াঃ

আদমদীঘিতে ৪ কেজি গাঁজা উদ্ধার

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন থেকে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক করেছে স্থানীয় ছাত্র জনতা। গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে একটি লোকাল ট্রেন থেকে নামার সময় সন্দেহে হলে ওই দুই মাদক কারবারিকে স্থানীয় ছাত্র জনতা ধরে গাঁজাসহ রেলওয়ে পুলিশের নিকট হস্তান্তর করেন। 

জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে একটি লোকাল ট্রেন থেকে নামার সময় যাত্রীবেশে ওই দুই মাদক কারবারির মধ্যে একজন দৌঁড়ে যাওয়া সময় স্থানীয় ছাত্র জনতা সন্দেহে হলে তাদের দুইজনকে আটক করে এবং তাদের নিকট থাকা স্কুলে ব্যাগে মধ্যে কসটেপ দ্বারা মোড়ানো অবস্থায় একটি বান্ডেলে ৪ কেজি গাঁজা পাওয়া যায়। পরে ছাত্র জনতা সান্তাহার রেলওয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করেন। আটককৃতরা হলো- লালমনিরহাট জেলার দুরাকুটি গ্রামের জমির উদ্দিনের ছেলে রাশেদুল ইসলাম (৩৫) ও  একই জেলার শ্বাশান কলোনীর গ্রামের মৃত-আনিছ আলীর ছেলে আমিনুল ইসলাম (৩৩)।
নবম শ্রেণির ছাত্র আমিনুল ইসলাম বলেন, আমরা বন্ধু মিলে স্কুলে বার্ষিক পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে স্টেশনে দিয়ে যাওয়ার সময় দেখতে পায় দুইজনের মধ্যে একজন লোক ট্রেন থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করছে তখন আমাদের সন্দেহে হলে বন্ধুরা মিলে তাকে ধরে ফেলি এবং তাদের কাছে থাকা একটি ব্যাগ থেকে গাঁজা উদ্ধার করে পুলিশের কাছে সোপর্দ করি।
এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান হাবিব ছাত্র জনতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ ট্রেন যোগে বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত গাঁজাসহ দুই মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বিকেলে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।