কিডনি ডায়ালাইসিস সহায়তা প্রজেক্টের আওতায় অদ্য ২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার সকাল সাড়ে নয় ঘটিকায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল, বগুড়ায় নিয়মিত অনুদানের অংশ হিসেবে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মহসিন-এর নিকট রোটারি ক্লাব অব বগুড়ার পক্ষ থেকে এক লক্ষ টাকা নগদ হস্তান্তর করা হয়। প্রদত্ত টাকায় কিডনি রোগে আক্রান্ত অসহায় দরিদ্র রোগীদের বিনামূল্যে ডায়ালাইসিস সুবিধা প্রদান করা হয়ে থাকে। এ সময় উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি রোটা. মোঃ রেজাউল হক, সেক্রেটারি রোটা. মোঃ নবিউল ইসলাম নয়ন, রোটা. ডাঃ ইব্রাহিম খলিলুল্লাহ ও রোটা. ডাঃ মোঃ সুলতান ইবনে সাঈদ এবং হাসপাতালের কিডনি বিভাগের বিভাগীয় প্রধান ডাঃ স্বপন কুমার সাহা।