জয়পুরহাটে শ্রেষ্ঠ সার্ভেয়ার নির্বাচিত কবির উদ্দিন, ভূ-সেবা ব্যবস্থায় অগ্রণী ভূমিকা | Daily Chandni Bazar জয়পুরহাটে শ্রেষ্ঠ সার্ভেয়ার নির্বাচিত কবির উদ্দিন, ভূ-সেবা ব্যবস্থায় অগ্রণী ভূমিকা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫ ২৩:৪৬
জয়পুরহাটে শ্রেষ্ঠ সার্ভেয়ার নির্বাচিত কবির উদ্দিন, ভূ-সেবা ব্যবস্থায় অগ্রণী ভূমিকা
জয়পুরহাট জেলা সংবাদদাতাঃ

জয়পুরহাটে শ্রেষ্ঠ সার্ভেয়ার নির্বাচিত কবির উদ্দিন, ভূ-সেবা ব্যবস্থায় অগ্রণী ভূমিকা

জয়পুরহাট সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার কবির উদ্দিন রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ সার্ভেয়ার নির্বাচিত হয়েছেন অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা ও নাগরিক সেবা প্রদানের কার্যক্রমে তার অবদানের জন্য। ২০২৪-২৫ অর্থবছরের পারফরম্যান্সের ভিত্তিতে তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়।

গত সোমবার রাজধানীর ভূমি ভবনে আয়োজিত অনুষ্ঠানে ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার কবির উদ্দিনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূমি অধিদপ্তরের প্রধান উপদেষ্টা, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবসহ অন্যান্য কর্মকর্তারা।

অনুষ্ঠানে ‘অটোমেটেড মিউটেশন সিস্টেম ২.১’ এবং ভূমিসেবার ইন্টিগ্রেটেড মোবাইল অ্যাপ ‘ভূমি’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। পাশাপাশি জয়পুরহাট জেলার শতভাগ খতিয়ান ও হোল্ডিংয়ের হালনাগাদ ডেটা উন্মুক্তকরণের ঘোষণা দেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এই প্রযুক্তি-উন্নত উদ্যোগ ভূমি সেবায় স্বচ্ছতা, দ্রুততা ও নাগরিক সুবিধা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।