বগুড়ার নতুন পুলিশ সুপার শাহাদাত হোসেন, বদলি হলেন জেদান আল মুসা | Daily Chandni Bazar বগুড়ার নতুন পুলিশ সুপার শাহাদাত হোসেন, বদলি হলেন জেদান আল মুসা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫ ২৩:২০
বগুড়ার নতুন পুলিশ সুপার শাহাদাত হোসেন, বদলি হলেন জেদান আল মুসা
নিজস্ব প্রতিবেদক

বগুড়ার নতুন পুলিশ সুপার শাহাদাত হোসেন, বদলি হলেন জেদান আল মুসা

বগুড়ার নতুন পুলিশ সুপার শাহাদাত হোসেন। - ছবি - সংগৃহীত

বগুড়ার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে পদায়ন পেয়েছেন পিবিআইয়ের শাহাদাত হোসেন। আর বর্তমান পুলিশ সুপার জেদান আল মুসাকে বদলি করে দিনাজপুর জেলার পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের অংশ হিসেবে দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের ব্যাপক রদবদল করা হয়েছে। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

এর আগে গত সোমবার প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় ম্যানুয়াল লটারির মাধ্যমে জেলাভিত্তিক নতুন এসপিদের নিয়োগ চূড়ান্ত করা হয়। লটারিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, প্রধান উপদেষ্টা কার্যালয় এবং ডিএমপির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারের এই পদক্ষেপকে অবাধ, শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে।