রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন রোহান সরকার | Daily Chandni Bazar রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন রোহান সরকার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫ ২৩:৩৬
রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন রোহান সরকার
উপজেলা সংবাদদাতা, নন্দীগ্রাম, বগুড়াঃ

রাজশাহী বিভাগে শ্রেষ্ঠ এসিল্যান্ড নির্বাচিত হলেন রোহান সরকার

ভূমি সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ রাজশাহী বিভাগ হতে শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে সম্মানজনক পুরস্কার অর্জন করেছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার। তার দায়িত্বশীলতা, সততা ও জনবান্ধব ভূমি সেবা প্রদানের ধারাবাহিক প্রচেষ্টা স্বীকৃতি পেল দেশের সর্বোচ্চ পর্যায়ে। ঢাকায় জমকালো পুরস্কার প্রদান অনুষ্ঠান
গত (২৪ নভেম্বর) সোমবার, ভূমি মন্ত্রণালয়ের আয়োজনে ঢাকার ভূমি ভবনের সেমিনার হলে অনুষ্ঠিত হয় অটোমেটেড মিউটেশন সিস্টেম ২.১ এবং ইন্টিগ্রেটেড মোবাইল অ্যাপ ‘ভূমি’এর শুভ উদ্বোধন অনুষ্ঠান। এ উপলক্ষে মাঠ পর্যায়ে ভূমি সেবায় নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮টি ক্যাটাগরিতে মোট ৫৮ জনকে পুরস্কার প্রদান করা হয়।
এর মধ্যে সবচেয়ে মর্যাদাপূর্ণ  সহকারী কমিশনার (ভূমি) ক্যাটাগরিতে রাজশাহী বিভাগের সেরা কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হন নন্দীগ্রামের এসিল্যান্ড রোহান সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি উপদেষ্টা জনাব আলী ইমাম মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী জনাব ফয়েজ আহমদ তৈয়্যব। অতিথিগণ তাদের বক্তৃতায় হয়রানিমুক্ত, স্বচ্ছ ও অটোমেটেড ভূমি সেবা নিশ্চিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন এবং মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীলতার প্রশংসা করেন। নন্দীগ্রামের সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করে স্থানীয় জনগণের আস্থা অর্জন করেন রোহান সরকার। তার এই জাতীয় স্বীকৃতি নন্দীগ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক স্তরে গভীর আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি করেছে। ডিজিটাল ভূমি সেবা চালু ও ব্যবস্থাপনায় নেতৃত্ব ভূমি দুর্নীতি ও হয়রানি বন্ধে সক্রিয় ভূমিকা সেবা গ্রহণকারীদের দ্রুততম সময়ে আবেদন নিষ্পত্তি মাঠ পর্যায়ে মানবিক ও স্বচ্ছ ভূমি সেবা দেওয়ার মাধ্যমে তিনি এখন সর্বোত্তম মহলে আলোচিত। জনবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকারের এই অর্জন কেবল ব্যক্তিগত সাফল্য নয়, বরং রাজশাহী বিভাগ ও বগুড়ার নন্দীগ্রামকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার প্রমাণ। কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে রোহান সরকার ভূমিসেবা ডিজিটালাইজেশন, জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দেওয়া, অনিয়ম দমন এবং স্বচ্ছতা নিশ্চিতকরণে অসাধারণ ভূমিকা রাখেন।
তাঁর এসব উদ্যোগ রাজশাহী বিভাগের ভূমি প্রশাসনে উদাহরণ হিসেবে বিবেচিত হয়েছে। প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা জানিয়েছেন, তাঁর নেতৃত্বে নন্দীগ্রাম ভূমিসেবা গ্রহণ প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হয়। পুরস্কার পাওয়ার পর রোহান সরকার বলেন, এই স্বীকৃতি শুধু আমার নয় ভূমিসেবার সঙ্গে যুক্ত সকল সহকর্মী ও সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতার ফল। তিনি আরও বলেন, নন্দীগ্রামের মানুষ যেন হয়রানি ছাড়াই ভূমিসেবা পায়, সেটিই তাঁর মূল লক্ষ্য ছিল। প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা জানান, এই অর্জন তরুণ কর্মকর্তাদের অনুপ্রাণিত করবে এবং ভূমি খাতে জনবান্ধব প্রশাসনের দৃষ্টান্ত স্থাপন করবে।