বগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী | Daily Chandni Bazar বগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৬ নভেম্বর, ২০২৫ ২৩:৪১
বগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী

বগুড়া জেলা প্রাণিসম্পদ দপ্তর ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর বগুড়া সদরের সমন্বয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ এর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। ছবি- চাঁদনী বাজার

 
স্টাফ রিপোর্টারঃ "দেশীয় জাত ও আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি” এই স্লোগান কে সামনে রেখে জেলা প্রাণিসম্পদ দপ্তর ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর বগুড়া সদরের সমন্বয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৫ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর সদর ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সকাল ১০.৩০ টায় বর্নাঢ্য র‍্যালী জেলা প্রাণিসম্পদ চত্তর থেকে যাত্রা শুরু করে নুরানি মোড় ঘুরে প্রদর্শনী চত্তরে শেষ হয়। র‍্যালী পরবর্তী প্রদর্শনী উদ্ভোধন, প্রদর্শনী পরিদর্শন, আলোচনাসভা ও মেলায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
 
দিনব্যাপী প্রদর্শনীতে বগুড়া সদর উপজেলার সকল পর্যায়ের খামারি, উদ্যোক্তা, প্রতিষ্ঠান চল্লিশ (৪০) টি স্টলে তাদের প্রাণী, প্রযুক্তি, সফলতার কার্যক্রম উপস্থাপন করেন। প্রদর্শনীতে নারী উদ্যোক্তা, অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠী, প্রক্রিয়াজাত ভ্যালু এ্যাডেড পণ্য প্রক্রিয়াজাতকারী, ভ্যাক্সিন/টিকা, ঔষধ খাদ্যের প্রযুক্তি, উৎপাদনকারী উদ্যোক্তা, বেসরকারি প্রতিষ্ঠান, এনজিও, সেবা প্রদানকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। দিনব্যাপী প্রানিসম্পদ ফ্রি সেবা ও পরামর্শ প্রদান করা হয়।
 
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো: তৌফিকুর রহমান, জেলা প্রশাসক, বগুড়া, সভাপতিত্ব করেন ডা. কাজী আশরাফুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ অফিসার, বগুড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জেদান আল মুসা (পিপিএম), পুলিশ সুপার, বগুড়া, পি এম ইমরুল কায়েস, অতিরিক্ত জেলা প্রশাসক, বগুড়া, জনাব মো:আব্দুল ওয়াজেদ, উপজেলা নির্বাহী অফিসার, বগুড়া সদর, উপপরিচালক, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, বগুড়া, নুরুল হুদা তিলক, সভাপতি, বগুড়া জেলা ডেইরি খামারী এসোসিয়েশন, শেখ তাহাউদ্দিন নাহিন, সাধারণ সম্পাদক, বগুড়া জেলা ডেইরি খামারী এসোসিয়েশন, ডা. সোহেল আলম খান, জেলা ভেটেরিনারি অফিসার, বগুড়া।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান ও অনুষ্ঠান টি সঞ্চালনা করেন ডা. মো: রায়হান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার, বগুড়া সদর, বগুড়া।
 
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আগামী দুই (০২) ডিসেম্বর পর্যন্ত সপ্তাহব্যাপি বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর তত্বাবধানে ফ্রি ভেটেরিনারি মেডিকেল টিম, ভ্যাক্সিনেশন কার্যক্রম, কৃত্রিম প্রজনন কার্যক্রম, কুইজ ও চিত্রাংকন প্রতিযোগিতা, স্কুল মিল্ক ফিডিং, নারী উদ্যোক্তা সমাবেশসহ বিভিন্ন সেবামুলক কার্যক্রম অনুষ্ঠিত হবে।