গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়নের উজিরটারী গ্রামে ধান মাড়াইয়ের মেশিনে ঘর্ষণজনিত আগুনে খড়ের টাইমল পুড়ে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, উজিরটারী গ্রামের আমজাদ হোসেনের বাড়িতে ধান মাড়াই মেশিনের বেল্ট বা ফিতার ঘর্ষণ থেকে হঠাৎ আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে। মুহূর্তেই আগুন খড়ের গাদায় লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে স্থানীয়রা গঙ্গাচড়া ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় ধান মাড়াইয়ের জন্য রাখা খড়ের টাইমল পুড়ে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। আগুন নেভাতে গিয়ে বাড়ির মালিক মো. আমজাদ হোসেন (৫০) আহত হন।
গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, মেশিনের অতিরিক্ত তাপ ও বেল্টের ঘর্ষণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।