বিজয়ীর মধ্যে চাবি হস্তান্তর অনুষ্ঠান "ভিশন ড্রিম হোম ২" ক্যাম্পেইনের বিজয়ীর মধ্যে চাবি হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, যেখানে বিজয়ীর হাতে ফ্ল্যাট হস্তান্তর করা হয়। গতকাল সন্ধায় বগুড়ায় আলতাফুনেছা খেলার মাঠে জাকজমকপূর্ন অনুষ্টান অনুষ্টিত হয়। আয়োজনের অংশ হিসেবে, বিভিন্ন পুরস্কারের মধ্যে এই ফ্ল্যাট যা আরএফএল গ্রুপের 'ভিশন এম্পোরিয়াম' ক্যাম্পেইনের অংশ ছিল। আরএফএল গ্রুপের ইলেকট্রনিক্স পণ্যের চেইন শপ ভিশন এম্পোরিয়াম এই ক্যাম্পেইনের আয়োজন করে। ভিশন এম্পোরিয়ামের ড্রিম হোম অফার সিজন-২ থেকে উঠে এলো আমাদের ফ্লাট বিজয়ীর নাম। আর এইবার ভাগ্য বদলেছে বগুড়া কাহালু উপজেলার সহ কারী কৃষি কর্মকর্তা মো: মহিবুুল ইসলাম তিনি বলেন, প্রথমে আমি বিশ্বাস করতে পারি না আমি ফ্লাট বিজয়ী হয়েছি। আমাকে প্রান আর এফ এল হেড অফিস থেকে বলেন, আমি কিছু একটা পেয়েছেন। আমি প্রথমে গুরুত্ব দেইনি। পরে তারা আমার বাড়িতে ্্এসে জানায় আমি ফ্লাট বিজয়ী হয়েছি। আজ আমার স্বপ্ন পুরন করল ভিশন এম্পোরিয়ামের ড্রিম হোম, ফ্লাট চাবি পেয়ে সত্যি খুবই আন্দদিত। পরে তিনি সবাইকে ভিশন এম্পোরিয়াম থেকে পন্য কিনে ভাগ্য যাচাই করা কথা বলেন। ভিশন এম্পোরিয়াম ড্রিম হোম অফার সিজন-২ সর্বনিম্ন ৫০০০টাকার কেনাকাটায় থাকছে একাধিক গাড়ি একাধিক ফ্ল্যাট জেতার সুযোগ। এছাড়াও থাকছে টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিনসহ ৫৫৯টি পুরস্কার। অফারটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন, বগুড়া ডিবি পুলিশের ইনচার্জ ইকবাল বাহার, চিফ অপারেটিং অফিসার এম শামসুজ্জামান নয়ন, হেড অফ মার্কেটিং শফিক শাহীন, হেড অফ সেলস রাসেল আহমেদ, বগুড়ার ভিশন এম্পোরিয়ামের ম্যানেজার মোখলেছুর রহমান, জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব আরজে নীরবসহ বগুড়ার বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটররা।