ফ্যাসিবাদের দিন শেষ আগামীর দিন হবে জনগণের বাংলাদেশ - গাবতলীতে সাবেক মন্ত্রী সেলিমা রহমান | Daily Chandni Bazar ফ্যাসিবাদের দিন শেষ আগামীর দিন হবে জনগণের বাংলাদেশ - গাবতলীতে সাবেক মন্ত্রী সেলিমা রহমান | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২৫ ২৩:১৬
ফ্যাসিবাদের দিন শেষ আগামীর দিন হবে জনগণের বাংলাদেশ - গাবতলীতে সাবেক মন্ত্রী সেলিমা রহমান
উপজেলা সংবাদদাতা, গাবতলী, বগুড়াঃ

ফ্যাসিবাদের দিন শেষ আগামীর দিন হবে জনগণের বাংলাদেশ - গাবতলীতে সাবেক মন্ত্রী সেলিমা রহমান

নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান
বলেছেন, গাবতলী হলো বিএনপির ঘাঁটি। তাই আগামীর নির্বাচনে বেগম খালেদা জিয়াকে ধানের শীষ মার্কায় বিপুল সংখ্যক ভোটে জয়ী করতে হবে। তিনি বলেন, এখন ফ্যাসিবাদের দিন শেষ আগামীর দিন হবে জনগণের বাংলাদেশ।
গতকাল বৃহস্পতিবার বগুড়ার গাবতলী হাইস্কুল মাঠে সমাজের নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নির্বাচনী অগ্রাধিকার শীর্ষক সমাবেশে সভাপতি'র বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
নারী ও শিশুর অধিকার ফোরামের আয়োজনে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নারী শিশু অধিকার ফোরামের সদস্য সচিব এ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী'র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি মোরশেদ মিল্টন।
এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফ হোসেন, জুলফিকার হায়দার গামা, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমআর হাসান পলাশ, জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট শাহাজাদী লায়লা, সাধারণ সম্পাদক নাজমা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক সুরাইয়া জেরিন রনি, উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক সহমিনা আকতার রুমা, পৌর  মহিলাদলের সভাপতি কানিজ ফাতেমা সুরভীসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।