বরিশালে ‘শয়তানের নিশ্বাস’ চক্রের কবলে গৃহবধূকে ঢাকায় নিয়ে ধর্ষণের অভিযোগ | Daily Chandni Bazar বরিশালে ‘শয়তানের নিশ্বাস’ চক্রের কবলে গৃহবধূকে ঢাকায় নিয়ে ধর্ষণের অভিযোগ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫ ২২:০১
বরিশালে ‘শয়তানের নিশ্বাস’ চক্রের কবলে গৃহবধূকে ঢাকায় নিয়ে ধর্ষণের অভিযোগ
বরিশাল সংবাদদাতাঃ

বরিশালে ‘শয়তানের নিশ্বাস’ চক্রের কবলে গৃহবধূকে ঢাকায় নিয়ে ধর্ষণের অভিযোগ

বরিশালের ম্যাপ। ছবি- Google Map

বরিশালে আলোচিত ‘শয়তানের নিশ্বাস’ চক্রের বিরুদ্ধে এবার আরও ভয়াবহ অভিযোগ উঠেছে। এ চক্রের সদস্যরা শয়তানের নিশ্বাস (অজ্ঞানপ্রায় ছড়িয়ে দেওয়া) ব্যবহার করে এক গৃহবধূকে ঢাকায় নিয়ে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ ঘটনার বিচার চেয়ে মামলা করেছেন ভুক্তভোগী ২৭ বছর বয়সী ওই গৃহবধূ। মামলায় ঢাকার মোহাম্মদপুর এলাকার যুবক রাসেলকে আসামি করা হয়েছে।

ট্রাইব্যুনালের বিচারক অভিযোগ আমলে নিয়ে কোতোয়ালি মডেল থানার ওসিকে এফআইআর গ্রহণের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান।

বেঞ্চ সহকারী মামলার নথির বরাতে জানান, নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিণাফুলিয়া এলাকার ওই গৃহবধূকে এনআইডি সংশোধনের কথা বলে ১২ নভেম্বর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডে ডেকে নেয় চক্রের সদস্যরা। সেখানে ‘শয়তানের নিশ্বাস’ প্রয়োগ করে নবজাতক সন্তানসহ তাকে অজ্ঞান অবস্থা ঢাকায় নিয়ে যাওয়া হয়।

পরবর্তীতে ১২ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত আটকে রেখে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়। ১৯ নভেম্বর সুযোগ পেয়ে গৃহবধূ বিষয়টি তার স্বামীকে জানান। পরে স্বামী ঢাকায় গিয়ে তাকে উদ্ধার করে বরিশালে নিয়ে আসেন।

এর আগে বরিশালে একই পদ্ধতিতে টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল হাতিয়ে নেওয়ার ঘটনাও ঘটে। এসব ঘটনায় মামলা হলেও তদন্তে খুব একটা অগ্রগতি হয়নি বলে অভিযোগ রয়েছে। এমনকি এখনো চক্রের কোনো সদস্যকে শনাক্ত করতেও পারেনি পুলিশ।