'সমৃদ্ধ শেরপুর–ধুনট' স্বপ্নে মেধাবীদের সংবর্ধনা | Daily Chandni Bazar 'সমৃদ্ধ শেরপুর–ধুনট' স্বপ্নে মেধাবীদের সংবর্ধনা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫ ২২:৫৩
'সমৃদ্ধ শেরপুর–ধুনট' স্বপ্নে মেধাবীদের সংবর্ধনা
বিশেষ সংবাদদাতা, শেরপুর, বগুড়াঃ

'সমৃদ্ধ শেরপুর–ধুনট' স্বপ্নে মেধাবীদের সংবর্ধনা

বগুড়ার শেরপুরে মেধাবী শিক্ষার্থীদের সাফল্যকে স্বীকৃতি জানাতে এইচএসসি পরীক্ষায় জিপিএ–৫ অর্জনকারীদের জন্য আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠান। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজের হলরুমে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রাণবন্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

“একসঙ্গে গড়ি সমৃদ্ধ শেরপুর–ধুনট” স্লোগানকে সামনে রেখে শেরপুর ও ধুনট উপজেলার এবারের এইচএসসি, কারিগরি ও আলিম পরীক্ষায় মোট ৩৬৯ জন জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সম্মাননা প্রদানের উদ্যোগ নেন এসআর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সামাজিক উদ্যোক্তা আসিফ সিরাজ রব্বানী। তার অংশ হিসেবে মহিলা অনার্স কলেজের ৩৭ জন কৃতি শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য গোলাম মো. সিরাজ বলেন,
“আমাদের শিক্ষা ব্যবস্থা এখনও বহুধারায় বিভক্ত। শিক্ষার্থী বাড়ছে, ভালো ফলাফল হচ্ছে, কিন্তু কাঙ্ক্ষিত মান অর্জন করতে পারছি না। এ বিষয়ে সবাইকে সচেষ্ট হতে হবে।”

নারী শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি আরও জানান,
“নবীজীর যুগেও নারীরা ব্যবসা করেছেন, দেশের কাজে যুদ্ধ করেছেন। কিন্তু এখনো নারীদের সমাজ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে। দেশের অর্থনৈতিক ও সামাজিক কাঠামো উন্নয়নে নারী শিক্ষার বিকল্প নেই। নিজেদের মর্যাদা রক্ষায় নারীদের আরও সোচ্চার হতে হবে।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আয়োজনের উদ্যোক্তা আসিফ সিরাজ রব্বানী, উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম এবং মহিলা কলেজের অধ্যক্ষ মো. জাকির হোসেন।

শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সনদপত্র, ডায়েরি, মগ, ল্যাপটপ ব্যাগ ও ক্রেস্ট তুলে দেন।