বাংলাদেশের গেমপ্রেমীদের জন্য প্রথমবারের মতো জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো বহুল প্রতীক্ষিত ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ ২০২৫–এর গ্লোবাল ফাইনালের ন্যাশনাল ওয়াচ পার্টি। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার লিমিটেডে (আইসিসিএল) অনুষ্ঠিত এই আয়োজনটি ই-স্পোর্টস কমিউনিটিতে ব্যাপক সাড়া ফেলেছে।
শত শত ফ্রি ফায়ার ভক্ত একত্রিত হয়ে বড় পর্দায় উপভোগ করেন বিশ্বের সেরা দলগুলোর উত্তেজনাপূর্ণ ফাইনাল লড়াই। শুধু ওয়াচ পার্টি নয়, এটি হয়ে ওঠে গেমিং প্রেমীদের মিলনমেলা—যেখানে দর্শকরা বন্ধুদের সঙ্গে বসে চিৎকার-উল্লাসে নিজেদের প্রিয় দলকে সমর্থন জানান। ডিজিটাল গেমিংয়ের রোমাঞ্চকে বাস্তব অভিজ্ঞতায় রূপ দেওয়ার এক অনন্য সুযোগ সৃষ্টি হয় এই আয়োজনে।
আইসিসিএলের বিশ্বমানের এলইডি স্ক্রিনে সম্প্রচারিত লাইভ ম্যাচ দর্শকদের জন্য আরও প্রাণবন্ত হয়ে ওঠে। পাশাপাশি আয়োজকদের পক্ষ থেকে ছিল বিভিন্ন ইন্টারেক্টিভ গেম, গিফট হ্যাম্পার, সারপ্রাইজ আয়োজনসহ নানা আকর্ষণ।
আইসিসিএলের চিফ অপারেটিং অফিসার শামিম বিল্লা বলেন,
“গেমিং ফ্যানদের উদযাপনের মুহূর্ত তৈরি করতে পেরে আমরা আনন্দিত। আমাদের আধুনিক এলইডি স্ক্রিন এবং নিবেদিত টিমের প্রচেষ্টা দর্শকদের জন্য নতুন অভিজ্ঞতা তৈরি করেছে।”
বাংলাদেশে দ্রুত বর্ধনশীল ই-স্পোর্টস সংস্কৃতিকে আরো এগিয়ে নিতে এই আয়োজন ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের গ্লোবাল ফাইনাল উপলক্ষে অনুষ্ঠিত এই ন্যাশনাল ওয়াচ পার্টি দেশের গেমিং কমিউনিটির জন্য নিঃসন্দেহে এক স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে।