বগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন | Daily Chandni Bazar বগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫ ২৩:০৩
বগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন
আল-মামুন, বগুড়াঃ

বগুড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন

"দেশীয় জাত ও আধুনিক প্রযুক্তি-প্রাণিসম্পদে হবে উন্নতি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫।
 
জেলা প্রাণিসম্পদ দপ্তর ও উপজেলা প্রাণিসম্পদ দপ্তর, বগুড়া সদরের যৌথ উদ্যোগে ২৬ নভেম্বর বুধবার সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ক্যাম্পাসে দিনব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
 
সকাল সাড়ে ১০ টায় জেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বর থেকে একটি বর্নাঢ্য র‌্যালি নুরানি মোড় হয়ে প্রদর্শনী চত্বরে এসে শেষ হয়। র‌্যালি শেষে অনুষ্ঠিত হয় প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন, স্টল পরিদর্শন, আলোচনা সভা ও অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ।
 
দিনব্যাপী প্রদর্শনীতে বগুড়া সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের খামারি, উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের মোট ৪০টি স্টলে তাদের প্রাণীসম্পদ, প্রযুক্তি, উদ্ভাবন এবং সফলতার কার্যক্রম উপস্থাপন করেন।
নারী উদ্যোক্তা, অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধি, ভ্যালু-এডেড পণ্য উৎপাদক, ভ্যাক্সিন/টিকা, ঔষধ ও খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান, এনজিও ও বিভিন্ন বেসরকারি সেবা দানকারী প্রতিষ্ঠান প্রদর্শনীতে অংশ নেয়।
দিনব্যাপী প্রাণিসম্পদ বিশেষজ্ঞরা ফ্রি চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।
সভাপতিত্ব করেন ডা. কাজী আশরাফুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বগুড়া।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
জনাব জেদান আল মুসা (পিপিএম), পুলিশ সুপার, বগুড়া; মো. আব্দুল ওয়াজেদ আলী, উপজেলা নির্বাহী অফিসার, বগুড়া সদর;
নুরুল হুদা তিলক, সভাপতি, বগুড়া জেলা ডেইরি খামারি অ্যাসোসিয়েশন; শেখ তাহাউদ্দিন নাহিন, সাধারণ সম্পাদক, বগুড়া জেলা ডেইরি খামারি অ্যাসোসিয়েশন; ডা. সোহেল আলম খান, জেলা ভেটেরিনারি অফিসার, বগুড়া।
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান ও সঞ্চালনা করেন ডা. মো. রায়হান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, বগুড়া সদর।
 
জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান তার বক্তব্যে বলেন, "দেশীয় জাতের উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির সঠিক প্রয়োগে প্রাণিসম্পদ খাত দেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম চালিকাশক্তি হতে পারে। বগুড়া জেলায় খামারিদের সক্ষমতা বৃদ্ধি, নিরাপদ পশুপালন, উৎপাদনশীলতা বাড়াতে জেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে। প্রাণিসম্পদ খামারকে উদ্যোক্তা-বান্ধব করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে।"
 
বিশেষ অতিথির বক্তব্যে, পুলিশ সুপার জেদান আল মুসা (পিপিএম) বলেন, "প্রাণিসম্পদ খাতকে সুরক্ষা ও সহায়তা দিতে বগুড়া জেলা পুলিশ সবসময় পাশে রয়েছে। পশু পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও খামার কার্যক্রম যেন নির্বিঘ্নভাবে পরিচালিত হয়-সে জন্য সবধরনের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সহায়তা প্রদান করা হবে। দায়িত্বশীল পশুপালন ও প্রযুক্তির সঠিক ব্যবহারই কৃষি ও প্রাণিসম্পদ খাতকে আরও এগিয়ে নেবে।"
 
জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত বগুড়া সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল টিম, ভ্যাক্সিনেশন কার্যক্রম, কৃত্রিম প্রজনন কার্যক্রম, কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, স্কুল মিল্ক ফিডিং, নারী উদ্যোক্তা সমাবেশসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হবে।