মওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের ১২৫তম জন্মবার্ষিকী | Daily Chandni Bazar মওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের ১২৫তম জন্মবার্ষিকী | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫ ২৩:০৬
মওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের ১২৫তম জন্মবার্ষিকী
উপজেলা সংবাদদাতা, সলঙ্গা, সিরাজগঞ্জঃ

মওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের ১২৫তম জন্মবার্ষিকী

মওলানা আব্দুর রশিদ তর্কবাগীশ। - ফাইল ছবি

ভাষা আন্দোলনের অগ্নিপুরুষ, জাতীয় নেতা ও সলঙ্গা বিদ্রোহের মহানায়ক মওলানা আব্দুর রশিদ তর্কবাগীশের ১২৫তম জন্মবার্ষিকী  (২৭ নভেম্বর)। তিনি ১৯০০ সালের ২৭ নভেম্বর সিরাজগঞ্জের সলঙ্গা থানার তারুটিয়া গ্রামে এক পীর বংশে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শাহ সৈয়দ আবু ইসহাক এবং মাতার নাম আজিজুন্নেছা।

শৈশব থেকেই তিনি ছিলেন ন্যায়ের পক্ষে আপসহীন এক সংগ্রামী। ১৯২২ সালের ২৭ জানুয়ারি তর্কবাগীশের নেতৃত্বে সলঙ্গা হাটে ব্রিটিশবিরোধী বিলেতি পণ্য বর্জন আন্দোলন অনুষ্ঠিত হয়। ওই আন্দোলনে ব্রিটিশ পুলিশ নির্মম গুলিবর্ষণ করলে প্রায় সাড়ে চার হাজার মানুষ হতাহত হন। এটি ইতিহাসে ‘সলঙ্গা হত্যাকাণ্ড’ নামে পরিচিত।

১৯৫২ সালের ভাষা আন্দোলনে তিনি ছিলেন প্রথম সারির নেতা। ১৯৫৫ সালের ১২ আগস্ট পাকিস্তানের গণপরিষদে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে প্রথমবার বাংলা ভাষায় বক্তব্য দিয়ে ইতিহাসে অমর হয়েছেন। ১৯৫৬ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

তর্কবাগীশ শুধু দলীয় রাজনীতিতেই নয়, কৃষক আন্দোলন, খেলাফত আন্দোলন, তেভাগা আন্দোলনসহ দেশের গণতান্ত্রিক ও মুক্তির সংগ্রামের প্রতিটি পর্যায়ে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন।

আজ তাঁর জন্মবার্ষিকীতে স্থানীয় প্রায় চার লক্ষাধিক মানুষ সলঙ্গা থানাকে উপজেলা ও পৌরসভায় উন্নীত করার দাবি জানিয়েছেন। তাঁদের একটাই প্রত্যাশা—জাতীয় এই বরেণ্য নেতার স্মৃতি যেন আরও মর্যাদার সঙ্গে লালিত হয় এবং প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে যায়।