খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়, দোয়ার আয়োজন বিএনপির পক্ষ থেকে | Daily Chandni Bazar খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়, দোয়ার আয়োজন বিএনপির পক্ষ থেকে | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৫ ২৩:০৯
খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়, দোয়ার আয়োজন বিএনপির পক্ষ থেকে
নিজস্ব প্রতিবেদক

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময়, দোয়ার আয়োজন বিএনপির পক্ষ থেকে

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া- ফাইল ছবি

 বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটময় বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “গতকাল রাতে ডাক্তাররা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময়।”

আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টন জামে মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও অন্যান্য নেতা–কর্মীরা।

মির্জা ফখরুল বলেন, “গণতান্ত্রিক উত্তরণে সবচেয়ে বড় অবদান খালেদা জিয়ার। তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, কারাবরণ করেছেন ও নির্যাতিত হয়েছেন। বর্তমানে তিনি অসুস্থ হয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। আমাদের পক্ষ থেকে সারা দেশের জনগণের কাছে বাদ জুমা দোয়া চাওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “আল্লাহ যেন তাঁকে সুস্থ করে দেন এবং সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ দেন।”

খালেদা জিয়া বর্তমানে প্রায় ৮০ বছর বয়সী। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। গত রোববার শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত তাঁকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান, তাঁর হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া গত ৭ জানুয়ারি লন্ডনে যান এবং ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন। এরপর একাধিকবার শারীরিক জটিলতার কারণে হাসপাতালে ভর্তি হতে হয়েছে।