প্রকাশিত : ১ ডিসেম্বর, ২০২৫ ০৯:৩৮
সিলেটে আবাসিক হোটেলে অনৈতিক কাজের অভিযোগে ৫ জন আটক
সিলেট সংবাদদাতা:
সিলেট নগরীতে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে ৫ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। শনিবার (২৯ নভেম্বর) দুপুর ২টার দিকে কোতোয়ালী থানার তালহা রেস্ট হাউস আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—
সাদিক হোসেন (২৩), সুলতানা খানম ঝুমা (১৯), নাহিদ আহমেদ (২৪), নাইমা (২০) ও লিজা বেগম (৩৫)।
রবিবার (৩০ নভেম্বর) সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
তিনি আরও বলেন,
— “অসামাজিক কার্যক্রমের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”