বগুড়ার শিবগঞ্জে কৃষি খাতে সিন্ডিকেট, সার পাচার ও কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে আমরণ অনশনে বসেছেন জেলা এনসিপির সদস্য ও উপজেলা শাখার প্রধান সমন্বয়ক জাহাঙ্গীর আলম। সোমবার (১ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে শিবগঞ্জ থানার সামনে মুগ্ধ স্কয়ারে তিনি এ কর্মসূচি শুরু করেন। সন্ধ্যায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার অনশন কর্মসূচি চলমান ছিল।
বগুড়া জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক রাফিয়া সুলতানা বলেন, সারের ডিলার সিন্ডিকেট, সার পাচার, কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিকভাবে দাম বৃদ্ধি, নীতিমালা বহির্ভূতভাবে অন্য উপজেলা থেকে অবৈধ ডিলার নিয়োগ এবং কোল্ডস্টোরেজে আলু পচে যাওয়া—এসব অনিয়মের বিরুদ্ধে কৃষকদের অধিকার আদায়ে এনসিপি নেতা জাহাঙ্গীর আলম আমরণ অনশন শুরু করেছেন। দলের পক্ষ থেকে তার কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান তিনি।
জাহাঙ্গীর আলম বলেন, শিবগঞ্জ উপজেলার অবহেলিত কৃষকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে তিনি বাধ্য হয়ে আমরণ অনশনের পথ বেছে নিয়েছেন। দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত তার কর্মসূচি অব্যাহত থাকবে।
জাহাঙ্গীর আলমের আমরণ অনশন কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করেছেন শিবগঞ্জ উপজেলা এনসিপির সদস্য আলী আজম সাব্বির ও মিলন শেখ এবং ছাত্রশক্তির সংগঠক সিহাবউদ্দৌলা ও সাব্বির হোসেন।