ধামইরহাট সীমান্তে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড | Daily Chandni Bazar ধামইরহাট সীমান্তে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ ডিসেম্বর, ২০২৫ ২৩:১৯
ধামইরহাট সীমান্তে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড
উপজেলা সংবাদদাতা, ধামইরহাট, নওগাঁঃ

ধামইরহাট সীমান্তে মাদকসেবীর ৬ মাসের কারাদণ্ড

নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযানে মাসুদ রানা (৩০) নামে একজন মাদক চোরাকারবারিকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার বেলা ১১ টায় উপজেলার ফার্শিপাড়া-আগ্রাদ্বিগুন সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহরিয়ার রহমান। আটক আসামি ছাতুনকুড়ি গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

জানা গেছে, উপজেলার বস্তাবর বিওপির কমান্ডার সুবেদার মো. সুলতান খানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২১ পিচ ভারতীয় ট্যাপেন্টডল ট্যাবলেটসহ চোরাকারবারি মাসুদ রানাকে আটক করেন বিজিবি। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে আসামিকে নগদ ৫০টাকা অর্থদণ্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। ঘটনাস্থলে উদ্ধারকৃত মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেয়া হয়।

পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ইকবাল হোসেন জানান, সীমান্তে মাদকসহ সকল ধরণের অপরাধ নিয়ন্ত্রণে সর্বদা বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।