বগুড়ায় ক্ষেতমজুর সমিতির দাবি দিবস পালিত | Daily Chandni Bazar বগুড়ায় ক্ষেতমজুর সমিতির দাবি দিবস পালিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ১ ডিসেম্বর, ২০২৫ ২৩:৪৩
বগুড়ায় ক্ষেতমজুর সমিতির দাবি দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ক্ষেতমজুর সমিতির দাবি দিবস পালিত

অদ্য ১ ডিসেম্বর (সোমবার) বিকেল ৪টায় বগুড়ার সাতমাথায় বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপী দাবি দিবস পালন করা হয়।

বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক শুভ শংকর গুহ রায় বাবুনের সভাপতিত্বে এবং সম্পাদকমণ্ডলীর সদস্য সোহাগ মোল্লার সঞ্চালনায় আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন—সিপিবি বগুড়া জেলা কমিটির সভাপতি মো. আমিনুল ফরিদ, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য লিয়াকত আলী কাক্কু, শেরপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নিমাই ঘোষ এবং শাজাহান আলী সাজা প্রমুখ।

বক্তাদের বক্তব্য

সমাবেশে বক্তারা বলেন,
গ্রামীণ ক্ষেতমজুরদের কাজ–মজুরি–জমি–অধিকার–ইনসাফ সহ ১০ দফা দাবি আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার এবং শক্তিশালী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা।

বক্তারা আরও দাবি জানান—

অবিলম্বে পল্লী রেশনিং ব্যবস্থা চালু,

ষাটোর্ধ্ব মজুরদের বিনা শর্তে মাসিক ১০ হাজার টাকা পেনশন,

দেশের সকল বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীদের বাঁচার মতো ভাতা প্রদান,

দরিদ্র জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা নিশ্চিত করা,

এবং খাসজমি প্রকৃত ভূমিহীনদের মধ্যে বরাদ্দ ও বিতরণ করা।