বগুড়ায় মেয়াদোত্তীর্ণ আতর ও নকল স্টিকার ব্যবহার: প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা ও সিলগালা | Daily Chandni Bazar বগুড়ায় মেয়াদোত্তীর্ণ আতর ও নকল স্টিকার ব্যবহার: প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা ও সিলগালা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২৫ ২৩:৪৫
বগুড়ায় মেয়াদোত্তীর্ণ আতর ও নকল স্টিকার ব্যবহার: প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা ও সিলগালা
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় মেয়াদোত্তীর্ণ আতর ও নকল স্টিকার ব্যবহার: প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা ও সিলগালা

বগুড়ায় মেয়াদোত্তীর্ণ আতর বিক্রি, দেশীয় পণ্যে বিদেশি নকল স্টিকার ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। একই সঙ্গে প্রতিষ্ঠানটিকে সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।

সোমবার (২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত শহরের রাজাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান এবং নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল।

অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানকালে মনিটরিং দল দেখতে পায় যে মেসার্স রুবেল কেমিক্যাল অ্যান্ড সিরামিকস নামের প্রতিষ্ঠানটি মেয়াদোত্তীর্ণ আতর বিক্রি করছে। এছাড়া দেশীয় কেমিক্যাল মোড়কজাত করে তা বিদেশি কোম্পানির নামের নকল স্টিকার লাগিয়ে বাজারজাত করা হচ্ছিল। বিভিন্ন ব্র্যান্ডের নকল স্টিকার বিক্রি, আমদানিকৃত পণ্যে বাংলা লেবেল না থাকা এবং উৎপাদন-মেয়াদ উল্লেখ না করাসহ একাধিক ভোক্তা অধিকার লঙ্ঘন ধরা পড়ে।

এসব কারণে প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা এবং সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, মেসার্স রুবেল কেমিক্যাল অ্যান্ড সিরামিকসের নানা অনিয়মের কারণে জরিমানা ও সিলগালা করা হয়েছে। ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।