প্রকাশিত : ৩ ডিসেম্বর, ২০২৫ ০০:৩৫
খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া
সলঙ্গা, সিরাজগঞ্জ সংবাদদাতা
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সলঙ্গায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকেল সাড়ে ৩ টায় সলঙ্গা থানার গরু হাট মাঠে সলঙ্গা থানা জিয়া পরিষদের আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জিয়া পরিষদের সভাপতি আতিকুল ইসলাম হিলটন খন্দকারের সভাপতিত্বে ও সলঙ্গা থানা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন,সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার। আরো উপস্থিত ছিলেন, নজরুল মাষ্টার, সহকারী অধ্যাপক মুঞ্জরুল আলম, আব্দুল রাজ্জাক মাষ্টার, রেজাউল করিম রেজা, আব্দুস সোবহান, শামীম রেজা, ছানোয়ার হোসেন, ইব্রাহিম হোসেন ও রঞ্জু আহমেদ, বাবলু আহমেদ প্রমুখ।পরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় এক বিশেষ মোনাজাত করা হয়। সিরাজগঞ্জ প্রতিনিধ