বগুড়ার শেরপুরে পিইপি'র প্রতিষ্ঠাতা ব্রাদারের প্রার্থনা ও স্বরন সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar বগুড়ার শেরপুরে পিইপি'র প্রতিষ্ঠাতা ব্রাদারের প্রার্থনা ও স্বরন সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ ডিসেম্বর, ২০২৫ ০০:৩৮
বগুড়ার শেরপুরে পিইপি'র প্রতিষ্ঠাতা ব্রাদারের প্রার্থনা ও স্বরন সভা অনুষ্ঠিত
এনামুল হক, শেরপুর, বগুড়া থেকে

বগুড়ার শেরপুরে পিইপি'র প্রতিষ্ঠাতা ব্রাদারের প্রার্থনা ও স্বরন সভা অনুষ্ঠিত

বগুড়ার শেরপুরে পোভার্টি ইরাডিকেশন প্রোগ্রাম পি ই পি’র প্রতিষ্ঠাতা ব্রাদার উইলিয়ামের (আমেরিকা প্রবাসী) আত্নার শান্তি কামনা করে প্রার্থনা ও স্বরন সভা অনুষ্ঠিত হয়েছে। ০২ ডিসেম্বর (বুধবার) সকাল ১১ টায় শেরপুর উপজেলার ( দড়িমুকন্দ) অফিস চত্বরে ব্রাদারের জীবনাদর্শন নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পোভার্টি ইরাডিকেশন প্রোগ্রামের নির্বাহী পরিচালক এস,এম মুজিবর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিইপির গভর্নিং বডির চেয়ারম্যান, সাবেক সচিব নুরুন্নবী তালুকদার। 

 বিশেষ অতিথির বক্তব্য রাখেন পিইপির গভর্নিং বডির কোষাধ্যক্ষ অ্যাডভোকেট শাহজাহান আলী, সদস্য আমজাদ হোসেন, নির্মল চন্দ্র মল্লিক, মরিয়ম আক্তার, শাহবন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, খামারকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সরকার তোতা, মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মহসিন আলী,সুঘাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কে,এম মানিক, বিএনপি নেতা আব্দুল লতিফ সরকার, শফিকুল ইসলাম শফিক, জেলা মাঠ সমন্বয়কারী আব্দুল খালেক, সুলতান মাহমুদ,পিইপির মনিটরিং অফিসার রবিউল আওয়াল,সাংবাদিক শহিদুল ইসলাম শাওন,তালতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আশুতোষ কর্মকার,সাবেক ইউ,পি সদস্য রশিদুল আলম আলো, পিইপির বিভিন্ন প্রতিষ্ঠানে জমি দাতা মাসুদুর রহমান মাসুদ, সমাজসেবক গোলাম রব্বানী বুলু, শফিকুল ইসলাম শফি, বিপ্লব হোসেন,বিশালপুর ইউনিয়নের চুরকুটা দলের সভানেত্রী মমতা রানী, মাঠ সমন্বয়কারী মামুনুর রশিদ,সমাজকর্মী সুজন তাঁতী, প্রমুখ।