রাজশাহীতে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু | Daily Chandni Bazar রাজশাহীতে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৩ ডিসেম্বর, ২০২৫ ০০:৪৪
রাজশাহীতে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু
মোঃ ফয়সাল আলম, রাজশাহী

রাজশাহীতে দশ দিনব্যাপী বিসিক উদ্যোক্তা মেলা শুরু


সোমবার -১ ডিসেম্বর- বিকেলে নগরীর লালন শাহ্ মুক্তমঞ্চ সংলগ্ন মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ।

প্রধান অতিথি তার বক্তব্যে  বলেন, ‘বিসিক একটি বিপ্লবের নাম। এক সময় ধারণা করা হতো শিল্প মানেই বড় বড় কল-কারখানা ও বিশাল কর্মযজ্ঞ। কিন্তু শিল্প যে ছোট পরিসরেও হতে পারে এবং ক্ষুদ্র পরিসরেও এখানে কাজ বা অর্থায়ন করা যায়, সেই ধারণা বিসিক আমাদের মধ্যে প্রথম প্রতিষ্ঠিত করেছে। এজন্যই আমরা বলি শিল্পাঙ্গনে বিসিক একটা বিপ্লব তৈরি করেছে। শুধু উৎপাদন ক্ষেত্রেই নয়- চিন্তা, চেতনা, জ্ঞান এবং ধারণার ক্ষেত্রেও।’

আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করে বিভাগীয় কমিশনার বলেন, বর্তমান উদ্যোক্তাদের কার্যক্রম দেখে ভবিষ্যৎ প্রজন্ম উৎসাহিত হবে এবং বিশ্ব দরবারে নিজেদের তুলে ধরতে সক্ষম হবে।

রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান, বিসিক আঞ্চলিক কার্যালয়ের পরিচালক জাফর বায়েজীদ এবং জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম। 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিক জেলা কার্যালয়ের শিল্পনগরী কর্মকর্তা মো. আনোয়ারুল আজিম।

দশ দিনব্যাপী আয়োজিত এই মেলায় ৭০টি স্টলে উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করবেন। মেলাটি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।