প্রকাশিত : ৩ ডিসেম্বর, ২০২৫ ০০:৫৬
নিয়োগ বিধি বাস্তবায়নের দাবিতে সিংড়ায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি
উপজেলা সংবাদদাতা, সিংড়া, নাটোরঃ
নাটোরের সিংড়ায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তিনটি পদে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা তাদের নিয়োগ বিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে অফিস চত্বরে এই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপজেলায় কর্মরত পরিবার কল্যাণ সহকারী, পরিদর্শক এবং পরিদর্শিকাগণ অংশ নেন।
এসময় বক্তারা অবিলম্বে তাদের ন্যায্য নিয়োগ বিধি বাস্তবায়নসহ পদোন্নতি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান।
কর্মসূচিতে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক একরামুল হক, সেলিম রেজা, আব্দুর রউফ, পরিবার কল্যাণ পরিদর্শিকা সুলতানা পারভিন, পরিবার কল্যাণ সহকারী কেয়া খাতুন, আতিয়া আক্তার রানি প্রমুখ।