সিরাজগঞ্জে ভুয়া পরিচয় ব্যবহার করে পাসপোর্ট তৈরি করতে এসে রিয়াজুল মোস্তফা (২১) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তারা তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশে সোপর্দ করেন।
আটক রিয়াজুল কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তার বাবার নাম গুরা মিয়া ও মায়ের নাম খতিজা।সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মুনতাকীম মো. ইব্রাহিম জানান, বুধবার সকালে রিয়াজুল নিজেকে উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের গয়হাট্রা পারকোল এলাকার বাসিন্দা এবং গফুর মিয়ার ছেলে ‘রিয়াজ মিয়া’ পরিচয় দিয়ে পাসপোর্টের জন্য আবেদন করেন। আবেদনের সঙ্গে তিনি পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ থেকে ইস্যু করা একটি জন্ম নিবন্ধন সনদও জমা দেন।কর্মকর্তারা জানান, আবেদনকারীর কথাবার্তা ও আচরণে সন্দেহ হলে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বীকার করেন যে, তিনি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে এসেছেন।
সিরাজগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আহসানুজ্জামান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক যুবক ভুয়া পরিচয় দিয়ে পাসপোর্ট করতে আসার কথা স্বীকার করেছেন। তাকে কক্সবাজারের কুতুপালং ক্যাম্পে ফেরত পাঠানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
পাসপোর্ট অফিসের কর্মকর্তারা আরও জানান, রোহিঙ্গারা যাতে কোনোভাবেই বাংলাদেশি পাসপোর্ট সংগ্রহ করতে না পারে, সে বিষয়ে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন।