আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় প্রাথমিকের শিক্ষক নেতা মাহবুবর রহমানকে শোকজ | Daily Chandni Bazar আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় প্রাথমিকের শিক্ষক নেতা মাহবুবর রহমানকে শোকজ | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২৫ ০২:৫০
আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় প্রাথমিকের শিক্ষক নেতা মাহবুবর রহমানকে শোকজ
বিশেষ সংবাদদাতাঃ

আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় প্রাথমিকের শিক্ষক নেতা মাহবুবর রহমানকে শোকজ

মু. মাহবুবর রহমান। ছবি- সংবাদদাতা

তিন দফা দাবির পক্ষে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিযোগে জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার হিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রাথমিক দাবি বাস্তবায়ন পরিষদের অন্যতম আহ্বায়ক মু. মাহবুবর রহমানকে কারণ দর্শানোর নোটিশ -শোকজ- দেওয়া হয়েছে। মঙ্গলবার -২ ডিসেম্বর- জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জেছের আলী স্বাক্ষরিত নোটিশে আগামী তিন কর্মদিবসের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়।
 

নোটিশে উল্লেখ করা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কয়েকটি সংগঠন তিন দফা দাবিতে গত ৭ নভেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেয়। ঘোষণার পর ৭ থেকে ১০ নভেম্বর পর্যন্ত আপনি ও অন্যান্য সহকারী শিক্ষক শহীদ মিনারে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।

 

নোটিশে আরও বলা হয়েছে, আন্দোলন সরকারের দৃষ্টিগোচর হলে ১০ নভেম্বর সচিবালয়ে অর্থ সচিব, প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উচ্চপর্যায়ের কর্মকর্তারা আপনিসহ শিক্ষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে দাবি যুক্তিসঙ্গত বিবেচনায় নিয়ে তা সমাধানের আশ্বাস দেওয়া হয়। পরে একটি সরকারি প্রেসবিজ্ঞপ্তি জারি হলে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হয়।

 

তবে এরপরও আপনি ও অন্যান্য শিক্ষক নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি দ্রুত প্রজ্ঞাপন আকারে জারি করার আহ্বান জানিয়ে বক্তব্য ও উসকানিমূলক ভিডিও প্রকাশ করতে থাকেন। পাশাপাশি ১ ডিসেম্বর শুরু হওয়া তৃতীয় প্রান্তিক পরীক্ষা না নেওয়ার আহ্বান জানান। এসব ভিডিও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নজরে আসে এবং একাডেমিক কার্যক্রম ব্যাহত হওয়ায় অভিভাবকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

 

এই পরিস্থিতিতে সরকারি কর্মচারী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে শোকজ করা হয়েছে।