নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে রাণীনগরে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি, ভোগান্তিতে সেবাগ্রহীতারা | Daily Chandni Bazar নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে রাণীনগরে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি, ভোগান্তিতে সেবাগ্রহীতারা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২৫ ০২:৫৮
নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে রাণীনগরে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি, ভোগান্তিতে সেবাগ্রহীতারা
রাণীনগর, নওগাঁ সংবাদদাতা:

নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে রাণীনগরে পরিবার কল্যাণ কর্মীদের কর্মবিরতি, ভোগান্তিতে সেবাগ্রহীতারা

নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে নওগাঁর রাণীনগর উপজেলায় কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে পরিবারকল্যাণ কর্মীরা। বুধবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারীর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

পরিবারকল্যাণ কর্মীরা তাদের নায্য দাবি আদায়ে নানা শ্লোগান দেন। এই কর্মবিরতি পালন করায় পরিবার পরিকল্পনা সেবা বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন সেবাগ্রহীতারা।

পূর্ব নিধারিত এই কর্মবিরতি ও অবস্থান কর্মসূচিতে উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের সকল পরিবারকল্যাণ পরিদর্শিকা, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবারকল্যাণ সহকারী অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. মেহেদী হাসান, পরিবার পরিকল্পনা পরিদর্শক প্রশান্ত চন্দ্র পাল, পরিবার কল্যাণ সহকারী শাহিনুর বানু, পরিবার কল্যাণ পরিদর্শিকা রেবা রানী সাহা প্রমুখ।

পরিবার কল্যাণ কর্মীরা দাবি করে বলেন, প্রসূতি স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিয়ে যাচ্ছে। অথচ মাঠ কর্মচারীরা দীর্ঘ ২৬ বছর ধরে নিয়োগ বিধি থেকে বঞ্চিত। ফলে তারা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হতে হচ্ছে। যা অনৈতিক কোন দাবি না। এটা তাদের মৌলিক দাবি। তাই প্রস্তাবিত নিয়োগবিধি-২০২৪ অতি দ্রুত বাস্তবায়ন না হলে ধারাবাহিক আরও কঠোর কর্মসূচি হুশিয়ারি দেন তারা।

উপজেলা পরিবার পরিকল্পনা এসোসিয়েশনের সভাপতি মো: মেহেদী হাসান বলেন, ইতোপূর্বে আমরা মানববন্ধন, শান্তিপূর্ণ অবস্থানসহ নানান কর্মসূচি পালন করে আসছি। এত কিছুর পরেও নিয়োগবিধি বাস্তবায়ন হয়নি। এটা কোন অনৈতিক দাবি না। এটা আমাদের মৌলিক দাবি। আমাদের দাবি নিয়োগবিধি অতি দ্রুত বাস্তবায়ন করতে হবে।

সুকুমল কুমার প্রামানিক
রাণীনগর উপজেলা প্রতিনিধি, নওগাঁ।
তাং-০৩-১২-২০২৫ ইং।
মোবা:-০১৭১৮-১৮২৭০৫।