বগুড়ায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আশি বৎসরের দাদা গ্রেপ্তার | Daily Chandni Bazar বগুড়ায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আশি বৎসরের দাদা গ্রেপ্তার | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২৫ ১০:৩১
বগুড়ায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আশি বৎসরের দাদা গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক

বগুড়ায় ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে  আশি বৎসরের দাদা গ্রেপ্তার

প্রতীকি ছবি। AI Generated

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ছয় বছর বয়সী এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার আপন দাদার [৮০] বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ অভিযুক্ত দাদাকে গ্রেপ্তার করেছে।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা [ওসি] ফরিদ হোসেন জানান, মঙ্গলবার রাতে মা বাদী হয়ে থানায় মামলা করেন। পরে বুধবার সকালে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার শিশুটি বাবার সঙ্গে বগুড়া শহরের বাসা থেকে দুপচাঁচিয়া উপজেলায় দাদার বাড়িতে বেড়াতে গেলে ধর্ষণের ঘটনা ঘটে। পরে শিশুটির মা গতকাল মঙ্গলবার দুপচাঁচিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দাদার বিরুদ্ধে মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, ওই শিশুর মা গত ২৮ নভেম্বর সকালে ঢাকায় যান। এদিন সকাল ১০টার দিকে দুই সন্তানকে নিয়ে বাবা গ্রামের বাড়ি বেড়াতে যান। বিকেল সোয়া পাঁচটার দিকে বগুড়া শহরের বাসায় ফেরেন তাঁরা। রাত ১০টার দিকে ওই শিশুর মা বাসায় ফিরে গৃহকর্মীর মাধ্যমে এক সন্তানের রক্তভেজা প্যান্ট দেখতে পান।

২৮ নভেম্বর রাতে বাড়িতে ফিরে শিশুটির মা গৃহকর্মীর মাধ্যমে সন্তানের রক্তমাখা প্যান্ট দেখতে পেয়ে সন্দেহ করেন। পরে ঘটনাটি জানাজানি হলে শিশুটিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে [ওসিসি] নেওয়া হয়। প্রথম দফা নমুনা পরীক্ষার পর ৩০ নভেম্বর দ্বিতীয় দফা পরীক্ষায় চিকিৎসকেরা শিশুটির যোনিপথ ছিঁড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।