শহীদ জিয়ার আদর্শ থেকে সরে গিয়ে বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে- বগুড়ায় শিবির সভাপতি জাহিদুল | Daily Chandni Bazar শহীদ জিয়ার আদর্শ থেকে সরে গিয়ে বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে- বগুড়ায় শিবির সভাপতি জাহিদুল | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২৫ ২১:৩৭
শহীদ জিয়ার আদর্শ থেকে সরে গিয়ে বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে- বগুড়ায় শিবির সভাপতি জাহিদুল
বগুড়ায় জামায়াতের ছাত্র ও যুব সমাবেশে জনতার ঢল
সঞ্জু রায়:

শহীদ জিয়ার আদর্শ থেকে সরে গিয়ে বিএনপি ফ্যাসিবাদের পথে হাঁটছে- বগুড়ায় শিবির সভাপতি জাহিদুল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেও বর্তমান বিএনপি সেই আদর্শ ও চেতনাকে ভুলে গিয়ে ফ্যাসিবাদের রেখে যাওয়া কাজ বাস্তবায়ন করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে বগুড়ার নন্দীগ্রামের মনসুর হোসেন ডিগ্রি কলেজ মাঠে বগুড়া-৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজের উদ্যোগে আয়োজিত ছাত্র ও যুব সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, জুলাই বিপ্লবের পর মানুষ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, একটি রাজনৈতিক দল সেই স্বপ্নকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে। বিএনপি কাঁদা ছোড়াছুড়ির যে রাজনীতি শুরু করেছে যা এই প্রজন্ম প্রত্যাখান করেছে। শহীদদের স্বপ্ন নিয়ে কেউ যেন ছিনিমিনি খেলতে না পারে, সেজন্য শিবির জীবন বাজি রেখে কাজ করবে বলেও তিনি জানান। জাহিদুল বলেন, অতীতের ফ্যাসিবাদী শাসনামলে হাজার হাজার মানুষ খুন-গুমের শিকার হয়েছে। তার দাবি, শত শত শিবির নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। সরকারের কাছে বারবার আবেদন করেও জুলাই আন্দোলনে নিখোঁজ ইসলামী ছাত্রশিবিরের ৭ জনকে এখনো খুঁজে পাওয়া যায়নি। শিবিরের সভাপতি বলেন, বাংলাদেশ অপার সম্ভাবনাময় একটি রাষ্ট্র। আমাদের যে সম্পদ রয়েছে তা বিগত সরকার সুষ্ঠুভাবে ব্যবহার না করে উল্টো গত ১৫ বছরে বাংলাদেশ থেকে সাড়ে ২৮ লক্ষ কোটি টাকা পাচার করা হয়েছে ড. মোস্তফা ফয়সাল পারভেজের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, চাকসুর ভিপি ইব্রাহীম রনি ও রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ। বক্তব্য দেন জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা। সমাবেশে ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেন, বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষ নিয়েছে। এখন পর্যন্ত ৪টি বিশ্ববিদ্যালয়ে ইনসাফের বিজয় হয়েছে। যে ধারাবাহিকতায় সারাদেশে ইনসাফের ভূমিধ্বস বিজয় হবে এবার। ইনসাফের হাত ধরে বিশ্ববিদ্যালয়গুলোতে ইতিমধ্যেই শিক্ষার পরিবেশ নিশ্চিত হয়েছে। কোথাও কোন চাঁদাবাজি, টেন্ডারবাজি নেই। স্বাধীন বাংলাদেশে বিভাজনের রাজনীতি চলবে না। ইসলাম চর্চার কারণে কোন মা-বোনের উপর নির্যাতন বরদাস্ত করা হবে না। এছাড়াও তিনি আরো বলেন, ইনসাফের বাংলাদেশ গড়তে এবার দাড়িপাল্লায় ভোট দিতে হবে। সিন্ডিকেটকে সমূলে উৎপাটন করতে এই বগুড়ায় জামায়াতের প্রার্থীকে বিজয়ী করতে হবে। আর রাকসুর ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, বাংলাদেশে আগের মত আর পুরনো ধাঁচের রাজনীতি চলবে না। ইনসাফের পথে জামায়াতের এই অগ্রযাত্রা শুধু বিশ্ববিদ্যালয় কিংবা জাতীয় নির্বাচন পর্যন্ত নয় এই যাত্রা অনন্তকালের। সমাবেশে বজ্রকণ্ঠে চাকসুর ভিপি ইব্রাহীম রনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশির মৃত্যুর পরও বড় একটি রাজনৈতিক দল কোনো বিবৃতি দেয়নি। ছাত্রসমাজ তাঁবেদারির রাজনীতি চায় না বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন একটি দল টেন্ডারবাজি ও চাঁদাবাজি করে ক্ষমতায় যেতে চায় যা তাদের দু:স্বপ্ন। এসময় তিনি বগুড়ার উন্নয়নের স্বার্থে আন্তর্জাতিক যুব সংগঠক হিসেবে পরিচিত বগুড়া ৪ আসনে জামায়েত মনোনীত প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন। সমাবেশস্থলেই কাতারে আসরের নামাজ আদায়ের পর সভাপতির বক্তব্যে ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, কাহালু-নন্দীগ্রাম আসনে হিংসার রাজনীতির বিপক্ষে আমরা সাম্য ও শান্তির রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। পেশী ও অর্থশক্তির কাছে তারা মাথানত করতে চাননা। রাস্তাঘাটের উন্নয়নসহ কৃষিতে বিপ্লব আনতে চান তারা। তিনি বলেন, দুই উপজেলার গুরুত্বপূর্ণ কলেজগুলো জাতীয়করণের উদ্যোগ নেয়া হবে। নিশ্চিত করা হবে সনাতনী ভোটারদের সার্বিক নিরাপত্তা। এ সময় সমাবেশে তিনি বিএনপির প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানোর বিষয়ে অভিযোগ করেন। এদিকে সমাবেশকে ঘিরে কাহালু ও নন্দীগ্রাম এলাকায় সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যায়। সমাবেশ স্থলে নামে জামাত শিবিরের নেতাকর্মীদের পাশাপাশি মানুষের ঢল। এদিকে এই সমাবেশে প্রধান অতিথি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম যেভাবে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের দোয়া চেয়েছেন তা রাজনৈতিক সম্প্রীতির এক অনন্য নজির বলেও প্রশংসা করেছেন সাধারণ জনগণ।