ঠাকুরগাঁওয়ে বিএমডিএর ঠাকুরগাঁও-রংপুর সার্কেলের সাধারণ সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar ঠাকুরগাঁওয়ে বিএমডিএর ঠাকুরগাঁও-রংপুর সার্কেলের সাধারণ সভা অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২৫ ২৩:৫২
ঠাকুরগাঁওয়ে বিএমডিএর ঠাকুরগাঁও-রংপুর সার্কেলের সাধারণ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক

ঠাকুরগাঁওয়ে বিএমডিএর ঠাকুরগাঁও-রংপুর সার্কেলের সাধারণ সভা অনুষ্ঠিত

বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ [বিএমডিএ]'র প্রধান কার্যালয় ঠাকুরগাঁও ও রংপুর সার্কেল দপ্তরের আওতাধীন এলাকার ২০২৫-২৬ অর্থ বছরের সেচযন্ত্র পরিচালনা, সেচ এলাকা ও সেচচার্জ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত একটি সাধারণ সভা বৃহস্পতিবার দিনব্যাপি ঠাকুরগাঁও সার্কেল দপ্তরে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন এই দুই সার্কেলের আওতাধীন সকল তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী,সহকারী প্রকৌশলী,উচ্চতর উপ-সহকারী প্রকৌশলী,উপ-সহকারী প্রকৌশলী, পরিদর্শক, ইলেকট্রিশিয়ান, মেকানিক,সহকারী মেকানিক,মেকানিক সহকারীগণ। সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরেন্দ্র কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) তরিকুল আলম। সভা পরিচালনায় ছিলেন রাজশাহী বিএমডিএ  অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সেচ উইং) প্রকৌশলী ড. আবুল কাসেম।  সভায় সভাপতিত্ব করেন কর্তৃপক্ষের পরিকল্পনা শাখার অতিরিক্ত প্রধান প্রকৌশলী শামসুল হোদা। এছাড়াও উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. ইকবাল হোসেন। আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও ও রংপুর সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলীদ্বয় ও জিডিজেআইপি প্রকল্পের প্রকল্প পরিচালক ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী রেজা মোঃ নূরে আলম প্রমুখ। সভা সকাল ১০.০০ ঘটিকায় পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে শুরু হয়। সভায় রংপুর বিভাগের ৮টি জেলায় বরেন্দ্র কর্তৃপক্ষ কর্তৃক সেচ কার্যক্রমের জন্য উপজেলাওয়ারী লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় এবং সেচ লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণের নিমিত্ত সংশ্লিষ্ট কর্মকর্তা/কর্মচারীদের উদাত্ত আহবান জানানো হয়।