নন্দীগ্রামে লাইসেন্সবিহীন সার বিক্রি: মোবাইল কোর্টে ৩০ হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar নন্দীগ্রামে লাইসেন্সবিহীন সার বিক্রি: মোবাইল কোর্টে ৩০ হাজার টাকা জরিমানা | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৪ ডিসেম্বর, ২০২৫ ২৩:৫৭
নন্দীগ্রামে লাইসেন্সবিহীন সার বিক্রি: মোবাইল কোর্টে ৩০ হাজার টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক

নন্দীগ্রামে লাইসেন্সবিহীন সার বিক্রি: মোবাইল কোর্টে ৩০ হাজার টাকা জরিমানা

নন্দীগ্রাম [বগুড়া] প্রতিনিধি: বগুড়ার নন্দীগ্রামে লাইসেন্সবিহীন সার বিক্রির অপরাধে মোবাইল কোর্টে এক সার ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যামান আদালত। [৪ ডিসেম্বর] দুপুরে নন্দীগ্রাম ২নং সদর ইউনিয়নের শিমলা বাজারে মেসার্স ভাই ভাই ট্রেডার্সে
মোবাইল কোর্ট পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। অভিযান চলাকালীন সময়ে লাইসেন্স ব্যতীত সার বিক্রির প্রমাণ পাওয়ায় সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ লঙ্ঘনের অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মেহেদী হাসান বিপ্লব [৩৮] কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আশিকুর রহমান, এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা নাজমুল হক সহ নন্দীগ্রাম থানা পুলিশের একটি সঙ্গীয় ফোর্স উপস্থিত থেকে সহযোগিতা করে।
প্রশাসন জানায়, কৃষক স্বার্থ রক্ষায় এবং বাজারে ন্যায্য দামে সারের সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে। স্থানীয় কৃষকদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী লাইসেন্স ছাড়াই সার বিক্রি করে বাজারে কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত দাম নেওয়ার চেষ্টা করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।