বগুড়ায় প্রথমবারের মতো আন্তঃ রোভার ইউনিট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত | Daily Chandni Bazar বগুড়ায় প্রথমবারের মতো আন্তঃ রোভার ইউনিট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২৫ ২৩:৩৩
বগুড়ায় প্রথমবারের মতো আন্তঃ রোভার ইউনিট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তিঃ

বগুড়ায় প্রথমবারের মতো আন্তঃ রোভার ইউনিট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ছবি- বিজ্ঞপ্তির

বাংলাদেশ স্কাউটস বগুড়া জেলা রোভারদের আয়োজনে প্রথমবারের মতো আন্তঃ রোভার ইউনিট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ ডিসেম্বর) বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে এই উত্তেজনাপূর্ণ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে বগুড়া জেলা রোভারের আওতাধীন ৮টি রোভার ইউনিট অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী ইউনিটগুলো হলো—
বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ, সরকারি আজিজুল হক কলেজ রোভার স্কাউট গ্রুপ, সরকারি শাহ সুলতান কলেজ রোভার স্কাউট গ্রুপ, নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ রোভার স্কাউট গ্রুপ, সৈয়দ আহমেদ কলেজ রোভার স্কাউট গ্রুপ, এপিবিএন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রোভার স্কাউট গ্রুপ এবং বয়রা কারিগরি স্কুল অ্যান্ড কলেজ রোভার স্কাউট গ্রুপ।

ফাইনাল ম্যাচে বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট রোভার স্কাউট গ্রুপ মুখোমুখি হয় এপিবিএন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রোভার স্কাউট গ্রুপের। রোমাঞ্চকর লড়াইয়ে পলিটেকনিক ইনস্টিটিউট ২–১ গোলে জয়লাভ করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়।

এর আগে শুক্রবার (৫ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের সহ-সভাপতি মো. ফজলে রাব্বি, রোভার অঞ্চলের ডিআরসি মো. আব্দুল ওয়াহেদ, বগুড়া জেলা রোভার স্কাউটসের কমিশনার মো. সাইদুজ্জামান, সহ-সভাপতি ও বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, সম্পাদক মো. আতিকুল আলম, কোষাধ্যক্ষ মো. জহুরুল হক, যুগ্ম-সম্পাদক মো. হাসান আলী, পলিটেকনিকের একাডেমিক ইনচার্জ মো. শফিউল আল আজিজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও রোভার সদস্যরা।

খেলাটি পরিচালনা করেন রোভার স্কাউট লিডার ও বগুড়া রেফারি অ্যাসোসিয়েশনের সদস্য মো. মাহবুবুল আলম লিটন।

আয়োজকবৃন্দ জানান, বগুড়া জেলায় রোভার স্কাউটিংয়ের ইতিহাসে এই আয়োজন প্রথম। এটি রোভারদের দক্ষতা বৃদ্ধি, আত্মউন্নয়ন এবং স্কাউটদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।