শ্রমিক নেতা আলাউদ্দিন খান আর নেই, বিএনপি মহাসচিব ও নজরুল ইসলাম খানের শোক! | Daily Chandni Bazar শ্রমিক নেতা আলাউদ্দিন খান আর নেই, বিএনপি মহাসচিব ও নজরুল ইসলাম খানের শোক! | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৬ ডিসেম্বর, ২০২৫ ২৩:৪৩
শোক সংবাদঃ
শ্রমিক নেতা আলাউদ্দিন খান আর নেই, বিএনপি মহাসচিব ও নজরুল ইসলাম খানের শোক!
ঠাকুরগাঁও সংবাদদাতাঃ

শ্রমিক নেতা আলাউদ্দিন খান আর নেই, বিএনপি মহাসচিব ও নজরুল ইসলাম খানের শোক!

আলাউদ্দিন খান। - ফাইল ছবি

দেশবরেণ্য শ্রমিক নেতা আলাউদ্দিন খান আর নেই। শুক্রবার মধ্যরাত ১-৪০ মিনিট এ গোবিন্দনগর ইক্ষুফার্ম সংলগ্ন নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গোবিন্দনগর ইক তাঁর নিজ বাড়িসংলগ্ন মসজিদ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর দাফন কাজ সম্পন্ন হয়।
মরহুম আলাউদ্দিন খান ঠাকুরগাঁও সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের প্রাক্তন সভাপতি, কেন্দ্রীয় চিনিকল শ্রমিক ফেডারেশনের এক সময়ের বিখ্যাত  নেতা , বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার উপদেষ্টা, ঠাকুরগাঁও সুগার মিলস শ্রমিক কর্মচারী ইউনিয়নের বর্তমান সাধারণ সম্পাদক রতন খানের বাবা।  তিনি বিএনপি ও তাদের শ্রমিক সংগঠনের সূচনালগ্ন থেকে থেকে জড়িত।
 
দীর্ঘদিনের সহকর্মীর মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া বিএনপির কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম খান টেলিফোন যোগে মরহুমের পরিবারের কাছে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রোববার বাদ আছোড় গোবিন্দনগর ইক্ষুফার্ম সংলগ্ন মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে অংশ নেয়ার জন্য মরহুমের স্বজন, শুভ্যানুধায়ী, সহকর্মীসহ ঠাকুরগাঁওবাসীর প্রতি আহবান জানিয়েছেন তাঁর পরিবার।