প্রকাশিত : ৭ ডিসেম্বর, ২০২৫ ০০:০৪
রংপুরে মাদ্রাসায় ৮ বৎসরের শিশু শিক্ষার্থী সহ একাধিক শিশুকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক
গঙ্গাচড়া, রংপুর সংবাদদাতা:
ঘটনাস্থল থেকে তোলা ছবি। - সংবাদদাতা
রংপুরের গঙ্গাচড়া উপজেলার এক মাদ্রসায় একাধিক শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে সাজেদুল ইসলাম [২৫] নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে থানা পুলিশ। গত শুক্রবার ৫ ডিসেম্বর সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে লক্ষীটারী ইউনিয়নের চর ইশোরকোল এলাকায় আহমাদিয়া নূরুল উলুম হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ৯৯৯-এ কল পেয়ে গঙ্গাচড়া মডেল থানার মোবাইল-০১ টিম ঘটনাস্থলে পৌঁছায়। এর আগে স্থানীয় কয়েকজন ওই শিক্ষককে এক ৮ বৎসরের মাদ্রাসার ছাত্রীসহ আরও কয়েকজন শিশুশিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আটক করে রাখে।
পুলিশ ঘটনাস্থালে পৌছানোর পর অভিযুক্তকে হেফাজতের নেওয়ার সময় জনগণ বাধা প্রদান করে ও ঘটনাস্থলের গণপিটুনি দেওয়ার চেষ্টা করে। এতে এলাকায় আরোও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পরবর্তীতে রাত প্রায় ১২টার দিকে গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জসহ অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অভিযুক্ত সাজেদুল ইসলামকে পুলিশের হেফাজতে নিয়ে থানায় আনা হয়।
আটক সাজেদুল ইসলামের বাড়ি রংপুরের কালীগঞ্জ থানা এলাকার দলগ্রামে। তাকে গ্রেফতার দেখিয়ে থানায় রাখা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এই প্রতিবেদন লিখা পর্যন্ত মামলা প্রস্তুতি চলমান আছে।