বগুড়ায় এক পরিবারের বসতভিটা জবরদখলের অভিযোগ: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন | Daily Chandni Bazar বগুড়ায় এক পরিবারের বসতভিটা জবরদখলের অভিযোগ: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৭ ডিসেম্বর, ২০২৫ ০০:১৮
বগুড়ায় এক পরিবারের বসতভিটা জবরদখলের অভিযোগ: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন
খবর বিজ্ঞপ্তিঃ

বগুড়ায় এক পরিবারের বসতভিটা জবরদখলের অভিযোগ: প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন

বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হিন্দুকান্দি গ্রামের এক পরিবার তাদের বসতভিটা জবরদখল ও নানান ধরনের হুমকির শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন। এ সংক্রান্ত সংবাদ সম্মেলন বুধবার (৬ ডিসেম্বর) বগুড়া প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বাদী অরুন কুমার সাহা বলেন, স্থানীয় প্রভাবশালী মোঃ আব্দুল হামিদ সরদার (সাবেক পৌর-মেয়র ও সাবেক আওয়ামী লীগ নেতা) এবং তার ছেলে মোঃ নাহিদ হাসান দীর্ঘ সাত বছর ধরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে হয়রানি করছেন। তিনি অভিযোগ করেন, মামলা চলমান থাকা সত্ত্বেও অভিযুক্তরা আদালতের আদেশ অমান্য করে রাতের আধারে তাদের বসতভিটা জবরদখল ও বাড়ি ঘর লুটপাট করছে এবং নানান ধরনের জীবননাশের হুমকি দিচ্ছে।

অরুন কুমার সাহা আরও জানান, ২৬ নভেম্বর ২০২৫ তারিখে অভিযুক্তরা মহামান্য আদালতে জবানবন্দি দিলে, উভয় পক্ষের আইনজীবীদের শুনানিতে সোলেনামা চুক্তি বাতিল হয়। পরে ২৮ নভেম্বর আদালত অস্থায়ী অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করে। তবে এ আদেশ অমান্য করে অভিযুক্তরা রাতের আধারে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের উর্ধ্বতর কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেন এবং সাংবাদিকদের কাছে সহায়তা চেয়েছেন। তিনি বলেন, “আমাদের বসতভিটা ফিরিয়ে পেতে হবে এবং আমাদের পরিবারকে সুরক্ষা দিতে হবে। ন্যায়বিচার না হলে আমাদের লাগাতার আন্দোলনে নামার ছাড়া কোনো বিকল্প নেই।”

উল্লেখ্য, এই ঘটনায় পরিবারের নিরাপত্তা ও বসতভিটা ফিরে পাওয়ার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।