বগুড়ায় অশ্লীল ছবি ছড়ানোর হুমকি দিয়ে এমপি প্রার্থীর কাছে চাঁদা দাবি: থানায় জিডি | Daily Chandni Bazar বগুড়ায় অশ্লীল ছবি ছড়ানোর হুমকি দিয়ে এমপি প্রার্থীর কাছে চাঁদা দাবি: থানায় জিডি | Daily Chandni Bazar
logo
প্রকাশিত : ৯ ডিসেম্বর, ২০২৫ ১৯:১৯
বগুড়ায় অশ্লীল ছবি ছড়ানোর হুমকি দিয়ে এমপি প্রার্থীর কাছে চাঁদা দাবি: থানায় জিডি
ষ্টাফ রিপোর্টার

বগুড়ায় অশ্লীল ছবি ছড়ানোর হুমকি দিয়ে 
এমপি প্রার্থীর কাছে চাঁদা দাবি: থানায় জিডি

অশ্লীল ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে বগুড়া-৪ (কাহালু ও নন্দীগ্রাম) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোশারফ হোসেনের কাছে। এ ঘটনায় কাহালু উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন সোমবার রাতে তাঁর পক্ষ থেকে বগুড়া সদর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন। মোশারফের পক্ষ থেকে দায়ের হওয়া সাধারণ ডায়েরীতে বলা হয়েছে, অজ্ঞাত বিদেশী নম্বর থেকে হোয়াটসঅ্যাপে সোমবার সকালে মোশারফ হোসেনের কাছে একটি বার্তা পাঠানো হয়। তাতে এআই প্রযুক্তি (কৃত্রিম বুদ্ধিমত্তা) ব্যবহার করে তৈরিকৃত এক নারীর সঙ্গে তাঁর (মোশারফ হোসেন) আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দিয়ে অনৈতিক সুবিধা দাবি করেন। এ প্রসঙ্গে সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেনের সাথে যোগাযোগ করা হলে মুঠোফোনে তিনি জানান, ‘নির্বাচনকে সামনে রেখে তাকে একের পর এক নানামুখী ষড়যন্ত্র মোকাবেলা করতে হচ্ছে। ধানের শীষের পক্ষে সাধারণ ভোটারদের স্বতঃফূর্ত সাড়া দেখে ভীত হয়ে ভোটারদের বিভ্রান্ত করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা অপতথ্য ছড়ানো হচ্ছে। সর্বশেষ এআই ব্যবহার করে নারীর সঙ্গে আপত্তিকর ছবি ভাইরাল করার হুমকি দিয়ে তার কাছে সোয়া কোটি টাকা চাঁদা দাবি করা হয়েছে তাও বিটকয়েন একাউন্টে। তাকে সামাজিকভাবে হেয় করতে এবং ভোটারদের বিভ্রান্ত করতেই ষড়যন্ত্রকারীরা নানা তৎপরতা চালিয়ে যাচ্ছে মর্মে অভিযোগ করেন তিনি। এছাড়াও সাধারণ ভোটারদের তার প্রতি আস্থা ও বিশ্বাস রাখার আহ্বান জানিয়ে প্রশাসনকে এসব ফেইক আইডি কারা চালাচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান। উল্লেখ্য, সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। সর্বশেষ তিনি ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দিতা করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।